শেষ বিকেলে এক পশলা বৃস্টি ,এক টুকরো বাংলাদেশকেই মনে করিয়ে দিল।বড় রাস্তাটার পাশ দিয়ে আস্তে আস্তে হাটতে থাকে আরিফ।চারিদিকে অচেনা মানুষেরা ছুটে চলেছে,একমাত্র তারই কোনো তাড়া নেই।চার বছর আগে হলেও খুব কস্ট লাগতো যখন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসতে হলো ।মা কি খুব বেশি কান্নাকাটি করছিলো ঐদিন?মায়ের কান্নাভেজা মুখটাও আস্তে আস্তে ঝাপসা হয়ে এসেছে।সেই প্রিয় মুখগুলো দেখা হয়নি অনেকদিন, আর কখনো দেখা হবে কিনা সেটাও জানা নেই।সারাদিনের পরিশ্রম শেষে অনেকক্ষন স্মৃতি হাতড়ানো সেটাও অনেকদিন আগেরকথা ,এখন হৃদয় অনেকটাই আবেগশূন্য হয়ে এসেছে।একদিক থেকে ভালোই হয়েছে কস্ট অনেক কম হয়।অনেকের চেয়েই তো ভালো আছি ,মনে মনে সান্ত্বনা খুজে সে।এখানে এক রেস্তোরায় কাজ করে সে ,সাথে যারা এসেছিলো তাদের অনেকেই তো পুলিশের হাতে ধরা খেয়ে এখন জেলের ভিতরে পঁচে মরছে।দালাল ভূয়া ভিসা হাতে ধরিয়ে দিয়ে ভেগে গেছে অনেক আগেই,পালিয়ে বেড়ানোই এখন নিয়তি।অনেক টাকা কামানোর স্বপ্নও ভেঙে গেছে অনেক আগেই,বেচে থাকাটাই যেখানে আসল সেখানে অন্য কিছুর স্বপ্ন দেখার সময় কোথায়?বাড়ির শেষ সম্বলটুকুও বিক্রি করে দিয়ে এসেছে, বাবাকে বলেছে দেখ এখন একটু কস্ট করো ,একবার বিদেশ যেতে পারলে আর কোনো কস্ট থাকবেনা।বাবার সামনে দাড়ানোর শক্তি বা সাহস কোনটাই এখন আর অবশিস্ট নেই। মাঝে মাঝে দেশের উপর খুব অভিমান হয়, কেন আমি তো কখনো দেশ ছাড়তে চায়নি ,তবে কেন দেশ আমাকে তার বুকে একটু আশ্রয় দিতে পারলোনা?দেশ থেকে খবর এসেছে ,মায়ের শরীরটা বেশি ভালোনা। আর কিছু টাকা জমাতে পারলেই দেশে যেতে পারবে ,মনে মনে স্বপ্ন দেখে সে।বাবা রাগ করলেও শেষ পর্যন্ত বুকে টেনে না নিয়ে থাকতে পারবেনা।বড় রাস্তাটা ধরে আস্তে আস্তে আরো কিছুটা এগিয়ে যায় সে। আকাশটা আবার অন্ধকার হয়ে আসছে।আসুক আরো বৃস্টি আসুক, সব কিছু ধুয়ে মুছে নিয়ে যাক। সবকিছু শুরু হোক আবার নতুন করে।
শেষ বিকেলে


সফলতার গফ শোনান ব্যর্থতার দায় নেবেন না?
মুক্তিযুদ্ধের ক্রেডিট নিতে চান ভাল কথা, লুটপাট ও পাকিস্তানের বিপরীতে ভারতের স্ত্রী হয়া ঠাপ খাওনের দায়টাও নেন। অপ্রকাশিত সবগুলো চুক্তিপ্রকাশ করেন। ইন্ডিয়ার হাসফাস দেখে মনে হচ্ছে হাসিনা তাগো অক্সিজেন ছিলো... ...বাকিটুকু পড়ুন
নীলপরী আর বাঁশিওয়ালা
আষাঢ়ের গল্পের আসর
সন্ধার পর থেকেই ঝুম বৃষ্টি। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে দিনের মত আলো করে। কান ফাটিয়ে দেয়া আওয়াজ। কারেন্ট নেই প্রায় তিন ঘণ্টার ওপর। চার্জারের আলো থাকতে থাকতে রাতের... ...বাকিটুকু পড়ুন
ইসলামে ক্ষমার অফারের সাথে শর্তগুলো প্রচার হয়না কেন?
ইসলামে পাহাড়সম পাপও ক্ষমা পাওয়ার যে সব শর্টকাট অফার আছে, সেগুলোতে ব্ল্যাক হোলের মতো কিছু গভীর, বিশাল এবং ভয়ঙ্কর নোকতা যুক্ত আছে। কোনো এক অজানা, অদ্ভুত কারণে হাজার বছরের ইবাদত... ...বাকিটুকু পড়ুন
আমরা যদি পুড়ি, তবে তোমরাও আমাদের সঙ্গে পুড়বে !
২২ বছর ধরে একচ্ছত্র ক্ষমতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল, বিরোধীদের দমন—এরদোয়ানের শাসনযন্ত্র এতদিন অপ্রতিরোধ্য মনে হতো। কিন্তু এবার রাজপথের তরুণরা সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তুরস্ক এখন বিদ্রোহের দোরগোড়ায় দাঁড়িয়ে। ইস্তাম্বুলের জনপ্রিয়... ...বাকিটুকু পড়ুন
চেংগিস খান: ব্লগের এক আত্মম্ভরী, অহংকারী জঞ্জাল
ব্লগ জগতে অনেক ধরনের মানুষের দেখা মেলে—কেউ লেখে আনন্দের জন্য, কেউ লেখে ভাবনা শেয়ার করতে, আর কেউ লেখে শুধু নিজের অস্তিত্ব জানান দিতে। কিন্তু তারপর আছে চেংগিস খানের মতো একটা... ...বাকিটুকু পড়ুন