দৃশ্য-১
আজ মেডিক্যাল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে। কাল সারারাত টেনশনে ঘুম হয়নি আসিফের।অনেক দিনের জমানো স্বপ্ন সত্যি হবে কি?সকাল বেলা উঠেই সাইকেলটা টেনে নিয়ে দৌড় দিয়েছে আজকের পেপার কেনার জন্য। বুকের ভিতর ধুকপুক করছে যদি চান্স না পাই!! মায়ের কত স্বপ্ন ছেলে ডাক্তার হবে ,চান্স না পেলে মাকে মুখ দেখাবো কেমনে। পত্রিকার দিকে আর তাকানোর সাহস হয়না আসিফের।লুকিয়ে লুকিয়ে বাসায় নিয়ে আসে। অনেক সাহস সঞ্চয় করে পত্রিকা খুলে আসিফ। এইতো তৃতীয় পাতাতেই সবার নাম দেয়া আছে, প্রথমেই ঢাকা মেডিক্যাল এর নাম। নিজের চোখকে বিশ্বাস হতে চায়না আসিফের, প্রথম সারিতেই তার নাম। আবার ভালো করে রোল মিলিয়ে দেখে ,নাহ এটাতো তারই রোল নাম্বার। চিৎকার করে মাকে ডেকে উঠে আসিফ , মা আমি ডাক্তার হতে যাচ্ছি মা!! ছোট বোনটা আনন্দে কি করবে ভেবে পায়না। দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে ,ভাইয়ের জন্য অনেক গর্ব হয় তার। মায়ের চোখ দিয়ে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়ে , আনন্দের অশ্রু।
দৃশ্য-২
মেডিক্যালের ধরাবাধা জীবন আর ভালো লাগেনা আসিফের, বিণোদনের বড়ই অভাব এখানে। একদিন পাশের রুমের বড় ভাই ডাক দেয় , চলো আজ মিছিল হবে। প্রথম প্রথম যেতে চায়না আসিফ, কালকে আবার টেস্ট আছে , কিন্তু বড় ভাইয়ের কথা না শুনেও উপায় নেই। মিছিলের স্লোগানে স্লোগানে রক্তের ডাক শুনতে পায় আসিফ। ক্ষমতা জিনিসটার মজাই আলাদা, সবাই কেমন আলাদা চোখে দেখে। ক্যান্টিনের বয়টা কিছু বলার আগেই চেয়ারটা এগিয়ে দেয় , সিগারেট টা ধরিয়ে দিয়ে যায় , ক্লাসমেটরাও সমীহ করে কথা বলে, ছোট ভাইয়েরা সামনে পড়লে ভয়ে ভয়ে পাশ কাটিয়ে যায়। আস্তে আস্তে ক্ষমতা বাড়ে আসিফের , বড় নেতারা এসে আরো উৎসাহ দিয়ে যায়, না চাইতেই হাতে অস্ত্রও দিয়ে যায়।অস্ত্রগুলো হাতে নিলে শরীরে কেমন মাদকতা ছড়িয়ে পড়ে!!
দৃশ্য-৩
সিড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে আসিফ, বুকের বা পাশের ছুড়িটা বোধ হয় ফুসফুস ফুটোই করে ফেলেছে। কপাল ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে চোখের উপর এসে যাচ্ছে , অনেক কস্ট করেও চোখ খোলা রাখা যাচ্ছেনা। চারপাশে অস্ত্র হাতে প্রতিপক্ষের ক্যাডারদের দেখা যাচ্ছে , নিজের দলের কাউকে দেখা যাচ্ছেনা। হঠাৎ করেই মায়ের মুখটা মনে পড়ে যাচ্ছে । মা তোমার ছেলেকে ডাক্তার দেখতে চেয়েছিলে মা, আমি বোধ হয় তোমার স্বপ্ন পূরণ করতে পারলামনা মা। আমাকে ক্ষমা করে দিও মা।
দৃশ্য-৪
মেডিক্যালের মর্গে একটা লাশ পড়ে আছে পোস্ট মর্টেমের অপেক্ষায় । লাশের বুকের উপরে মাথা রেখে পড়ে আছে মৃতপ্রায় একজন মধ্যবয়সী মহিলা। আরেকটা ছোট মেয়ে দাড়িয়ে আছে , স্তব্ধ , নির্বাক। মধ্যবয়সী মহিলার চোখ ফেটে অবিরল গড়িয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, এবার বুকফাঁটা কস্টের অশ্রু।