আমাদের অসাধারণ সিরাজ সাঁই - যার সঙ্গীত অনুরাগ আর উঁচুমানের সংগ্রহ অবাক করার মতো। তিনি তো শত লোকের ভালো গান শোনার কান তৈরি করে দিচ্ছেন তার অমূল্য রত্নের বিশাল ভাণ্ডার থেকে। নিজের ধন-রত্ন এভাবে অকাতরে সবার মাঝে বিলিয়ে দিতে পারে ক’জন? তার ধারাবাহিক তথ্য-সমৃদ্ধ পোস্টই বলে দেয়- এই লোকটার সঙ্গীতের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা কী সীমাহীন!
আমরা সত্যিই ভাগ্যবান সিরাজ সাঁই এর মত একজন সহব্লগারকে পেয়ে। কেননা- বিনা ক্লেশে অনায়াসে বহু পুরাতন কিংবা বহু অজানা শিল্পী ও তার সৃষ্টিগুলোকে পাচ্ছি।
এ পর্যন্ত তার পোস্ট সংখ্যা ১৪৯টি। যার সবই সংগীত বিষয়ক। আমি তার সবগুলো পোস্ট একত্রিত করে বিষয়ভিত্তিক একটি সংকলন করেছি এখানে ।
বড় দুশ্চিন্তার বিষয়, আজ একমাস হলো তিনি তার ব্লগে আসেন না, পোস্ট দিচ্ছেন না, কোন কমেন্টের উত্তরও করছেন না। তার ক্ষেত্রে এমনটি হওয়ার কথা নয়।
এ পর্যন্ত তার পোস্ট সংখ্যা ১৪৯টি হলেও সর্বশেষ পোস্ট (২৯ জুলাই) এর কয়েকদিন পর তার ব্লগার পরিসংখ্যানে দেখাচ্ছে মাত্র ৫২টি পোস্ট। বাকী পোস্টগুলোর কী হলো!!!
আমার বিশ্বাস তিনি পোস্ট ড্রাফটে নেননি। কেননা আমি সংকলন করার পর তিনি অনেক ডেথ লিংক একটা একটা করে ঠিক করেছেন; অ্যালবামগুলো পুনরায় আপলোড করে।
ব্যক্তিগতভাবে তাকে আমি মেইল করেছি। তিনি উত্তর দিচ্ছেন না। ব্লগার অমিয় উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে তার মোবাইল নম্বর নিয়ে প্রায়ই চেষ্টা করছি- কিন্তু তার মোবাইল নম্বরটি বন্ধ পাচ্ছি।
আমার বিশ্বাস সিরাজ সাঁইয়ের সাথে হয়তো কোন কোন ব্লগারের ব্যক্তিগত বা অন্যকোন মাধ্যমে সম্পর্ক আছে। প্লিজ একটু খোঁজ নিয়ে তার সংবাদটি আমাদের জানিয়ে দুশ্চিন্তামুক্ত করুন।
সবার জন্য আমাদের সিরাজ ভাই সুস্থ থাকুক, দীর্ঘজীবি হোক আর বেশি বেশি গান শোনার সুযোগ করে দিক- এ কামনা।