আকাশের উজ্জ্বলতম নক্ষত্রটি এখনও জ্বল জ্বল করে প্রতি রাতে
লোডশেডিং-এর নিত্য যাওয়া-আসা আমার এ গ্রাম্য বাড়িতে
হারিকেনের আলোয় প্রায় অভ্যস্ত হয়ে গেছি অনভ্যস্তভাবে
শহরের নিয়ন আলোতে তোমার বাস তাই জোনাকির আলো কি তোমার ভাললাগে
মফস্বলের এই নির্জনতায় আমি যেন ধ্যানী ঋৃষি কুয়াশার চাদর গায়ে
প্রকৃতির নিয়ম অবিরত খেলা করে সবুজ মাঠে রাখালির সুরে
পিচঢালা কালচে রাস্তায় তোমার পদচারণ তাই মেঠোপথ কী তোমার ভাললাগে
লাঙ্গল কাঁধে ফসলের ক্ষেতে যাওয়া কৃষকের মুখ যেন তাজা গোলাপ
ভাস্কো-ডা-গামার মত হাজারও নাবিক নৌকার হাল ধরে খালে বিলে
সুইমিং পুলে সাঁতার কাটলে কী আমার গ্রামের পদ্ম পুকুর, শাপলাবিল ভাললাগে
হাসনাহেনা, জুই, চামেলী, শিউলী, বকুল, কদম ফোটে বাড়ির বাগানে
সকাল-সন্ধায় গন্ধ ছড়ায় হেসে-খেলে ছুটে বেড়ায় দুষ্ট ছেলের দল
বিদেশী পারফিউমের গন্ধে অভ্যস্ত তোমার কী এই গ্র্যাম্য ফুলের গন্ধ ভাললাগে
একবার ভাললাগার রদবদল ঘটিয়ে দেখোনা---কী ঘটে?