বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে বি.এস-সি. ফিশারীজ (অনার্স/পাস) -এ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হতে শুরু করেছে।
পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ সাপেক্ষে বিডিফিশ ফিশারীজ এবং ফিশারীজ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম বর্ষ অনার্স-এ ভর্তি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে। এক পাতায় সবগুলো প্রতিষ্ঠানের (যেসব প্রতিষ্ঠানে ফিশারীজ বিষয়ে কোর্স করানো হয়) তথ্য পাওয়ায় তা সবার উপকারে আসবে বলে বিডিফিশ মনে করে।
ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেরিন ফিশারিজ একাডেমি তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ও অল্পদিনেই তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে আশা করা যায়। এই সব তথ্য পাওয়া যাচ্ছে বিডিফিশের এই পাতায় ।
এর পাশাপাশি বিডিফিশ এ বিষয়ে ভর্তির প্রস্তুতি বিষয়ক টিউটোরিয়ালও প্রকাশ করতে শুরু করছে। অল্পদিনেই সেখানে মডেল টেষ্ট যোগ করার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে ভর্তি ইচ্ছুকদের তা কাজে লাগলেই বিডিফিশের শ্রম সার্থক হবে বলে তারা মনে করে।
এপর্যন্ত পড়ার জন্য আপনাকে ধন্যবাদ
www.bdfish.org | en.bdfish.org | bn.bdfish.org