নাইজেরিয়ার ধর্মগুরু মোহাম্মদ বেল্লো আবুবকর অবশেষে তার ৮৬ স্ত্রীর মধ্যে ৮২ স্ত্রীকে তালাক দিতে সম্মত হয়েছেন। সম্প্রতি তার ব্যাপারে এক শরিয়া আদেশ জারি করা হয়। আদেশে তাকে ৪ স্ত্রী রেখে বাকিদের তালাক দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি তা মেনে নিয়েছেন।
৮৪ বছর বয়সী মোহাম্মদ বেল্লো আবুবকরের এক মূখপাত্র জানান, তিনি শনিবার শরিয়া আদেশ মেনে নিয়ে তা বাস্তবায়ন করতে রাজি হয়েছেন। মোহাম্মদ বেল্লো আবুবকর নাইজেরিয়ার বাইদার আমির।
গত সপ্তাহে নাইজেরিয়ার শীর্ষস্থানীয় ইসলামী পরিষদ আবুবকরের মৃত্যুদন্ড ঘোষণা করে। পরে মৃত্যুদন্ডাদেশ তুলে নেওয়া হলেও তাকে বাস্তচ্যুত করার হুমকি দেওয়া হয়। এর আগে আবুবকর এই বলে ইসলামী বুজুর্গদের চ্যালেঞ্জ করেন যে, ৪ জনের বেশি স্ত্রী রাখার ব্যাপারে পবিত্র কোরআন শরীফে শাস্তির কোনো উল্লেখ নেই।
দন্ডাদেশের ব্যাপারে তিনি বলেন, আমি প্রচলিত আইনের (শরিয়া) এমন কোনো ব্যত্যয় ঘটাইনি যে, আমাকে বাস্তুচ্যুত করতে হবে। ৪ স্ত্রীর বেশি রাখা যাবে না - এমন আইন নেই।
স্থানীয় গণমাধ্যমের কাছে তনি বলেন, আমার সব স্ত্রীর ঘরেই সন্তানদি রয়েছে। তাদের অনেকেই ৩০ বছর ধরে আমার সঙ্গে ঘর-সংসার করছে। এখন কী করে দু'দিনের মধ্যে তারা আমার কাছ থেকে তালাক আশা করতে পারে !!
সাবেক শিক্ষক এবং ধর্ম প্রচারক মোহাম্মদ বেল্লো আবুবকর নাইজেরিয়ার নাইজার রাজ্যে স্ত্রী-সন্তানদিসহ বাস করেন। তার ছেলে মেয়ের সংখ্যা ১৭০। মুসলিম সংখ্যাগরিষ্ঠ নাইজার ২০০০ সালে পুনরায় শরিয়া আইন চালু করা হয়েছে .............
সূত্র : দৈনিক সমকাল
যদি কেউ প্রথম পোষ্টটি না দেখে থাকেন তবে এই লিংকে ক্লিক করুন --
Click This Link