somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন প্রকার হ্যাকারের সংক্ষিপ্ত পরিচয়

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

White hat hacker:
White hat hacker
হ্যাকাররাই প্রমান
করে যে হ্যাকিং খারাপ কাজ না। যেমন একজন
white hat hacker
একটি সিকিউরিটি
সিস্টেমের ত্রুটি গুলো বের করে এবং ঐ সিকিউরিটি
সিস্টেমের মালিকে
ত্রুটি দ্রুত জানায়।
এবার সিকিউরিটি
সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার, একটি
কম্পিউটার নেটওয়ার্কে্ একটি
ওয়েব সাইট, একটি
সফটোয়ার ইত্যাদি।
Grey hat hacker:
Grey hat hacker হচ্ছে দু মুখো সাপ। কেন
বলছি এবার তা ব্যাখ্যা করি। এরা
যখন একটি একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি
গুলো বের করে তখন সে তার মন মত কাজ করবে।
তার মন ঐ সময় কি
চায় সে তাই করবে। সে ইচ্ছে করলে ঐ
কিউরিটি সিস্টেমের
মালিকে ত্রুটি জানাতে ও পারে অথবা ইনফরমেশন
গুলো দেখতে পারে বা নষ্ট ও করতে পারে। আবার
তা
নিজের স্বার্থের জন্য
ও ব্যবহার করতে
পারে। বেশির ভাগ
হ্যকার রাই এ
ক্যাটাগরির মধ্যে
পড়ে।
Black hat hacker:
আর সবছেয়ে ভয়ংকর হ্যাকার হচ্ছে এ Black
hat hacker । এরা কোন
একটি সিকিউরিটি
সিস্টেমের ত্রুটি গুলো বের করলে দ্রুত ঐ ত্রুটি কে
নিজের স্বার্থে কাজে লাগায়। ঐ সিস্টেম নষ্ট
করে। বিভিন্ন ভাইরাস ছড়িয়ে দেয়। ভাবিষ্যতে
নিজে আবার যেন ঢুকতে পারে সে পথ রাখে।
সর্বোপরি ঐ
সিস্টেমের অধিনে যে সকল সাব-সিস্টেম রয়েছে সে
গুলোতেও ঢুকতে চেষ্টা করে।
হ্যকাররা অনেক বুদ্ধিমান এটা সর্বোজন স্বীকৃত
বা
সবাই জানে। অনেক ভালো ভালো হ্যাকার জীবনেও
কোন খারাপ হ্যাকিং করে নি। কিন্তু তারা ফাঁদে
পড়ে বা কারো উপর রাগ মিটানোর জন্য একটি
হ্যাকিং করল। তখন তুমি তাকে উপরের কোন
ক্যাটাগরিতে
পেলবে? সেও Grey hat hacker কারন তার
হ্যাকিং টা নির্ভর করছে তার ইচ্ছে বা চিন্তার
উপর।
নিচে আরো কয়েক প্রকারের হ্যকারদের সংগে
তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছিঃ
Anarchists:
Anarchists হচ্ছে
ঐ সকল হ্যাকার যারা বিভিন্ন কম্পিউটার
সিকিউরিট সিস্টেম
বা অন্য কোন সিস্টেম কে ভাঙতে পছন্দ করে।
এরা যেকোন টার্গেটের সুযোগ খুজে কাজ করে।
Crackers:
অনেক সময় ক্ষতিকারক হ্যাকার
দের ক্র্যাকার বলা
হয়। খারাপ হ্যকাররাই ক্র্যাকার। এদের শক বা
পেশাই হচ্ছে বিভিন্ন পাসওয়ার্ড ভাঙ্গা এবং
Trojan Horses তৈরি করা এবং অন্যান্য
ক্ষতিকারক সফটয়ার তৈরি করা। (তুমি কি এদের
একজন? তাহলে তো তুমি ই হচ্ছ হ্যাকিং এর কিং)
ক্ষতিকারক
সফটওয়ারকে Warez বলে। এসব
ক্ষতিকারক সফটওয়ারকে তারা
নিজেদের কাজে ব্যবহার করে অথবা
বিক্রি করে দেয় নিজের লাভের জন্য।
Script kiddies:
এরা কোন প্রকৃত হ্যকার নয়। এদের হ্যাকিং
সম্পর্কে কোন বাস্তব জ্ঞান নেই। এরা বিভিন্ন
Warez ডাউনলোড করে বা কিনে নিয়ে তার পর
ব্যবহার করে হ্যাকিং ।
হ্যাকাররা অনেক
ভাবে হ্যাকিং করে। আমি কয়েক প্রকারের হ্যাকিং
সম্পর্কে আলোচনা করছিঃ
Denial of Service
attack:
Denial of Service attack সংক্ষেপে DoS
Attack একটি প্রক্রিয়া যেখানে হ্যাকাররা কোন
একসেস না পেয়েও কোন নেটওয়ার্ক এ ঢুকে তার
ক্ষমতা নষ্ট
করে। DoS Attack এ নেট কানেকশন বা
রাউটারের ট্যারিফ বাড়িয়ে দেয়।
Trojan Horses :
Trojan Horses হচ্ছে একটি প্রোগ্রাম যা
অন্যান্য প্রোগ্রামকে
নষ্ট করে। এটিকে
সবাই ভাইরাস নামেই চিন। Trojan Horses
ব্যবহার করে অন্যান্য প্রোগ্রাম নষ্টের পাশা
পাশি পাসওয়ার্ড বা
অন্যান্য তথ্য হ্যাকারদের কাছে
সংকৃয় ভাবে পৌছিয়ে দেয়।
Back Doors:
Back Doors খুজে বের করে হ্যাকাররা কোন
সিস্টেম কে কাজে লাগায়। Back Doors গুলো
হচ্ছে প্রশাসনিক সহজ রাস্তা,
configuration ভুল,
সহজে বুঝতে পারা যায় এমন passwords, এবং
অসংরক্ষিত dial-ups
কানেকশন ইত্যাদি।
এরা কম্পিউটার এর
সাহায্যে এ ত্রুটি গুলো বের করে। এ গুলো ছাড়া ও
অন্যান্য দুর্বল জায়গা ব্যবহার করে
কোন নেটওয়ার্ক কে
কাজে লাগায়।
Rogue Access
Points :
কোন ওয়ারলেস নেটওয়ার্কে প্রবেশের জন্য
হ্যাকাররা Rogue Access Points ব্যবহার
করে।
এছাড়াও আরো অনেক ভাবে হ্যকাররা হ্যাকিং
করতে পারে যা আস্তে আস্তে জানতে
পারবে। আমি এ গুলো জানানোর উদ্দেশ্য হচ্ছে
তোমাদের কম্পিউটার বা
নেটওয়ার্ক সিস্টেমে
যেন এ ধরনের ত্রুটি
না থাকে।
আমি মুলত হ্যাকার নই, তবে আমার ইচ্ছা আছে
অনেক বড় একজন হ্যাকারও হওয়ার
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীলপরী আর বাঁশিওয়ালা

লিখেছেন নিথর শ্রাবণ শিহাব, ২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৪৮

আষাঢ়ের গল্পের আসর

সন্ধার পর থেকেই ঝুম বৃষ্টি। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে দিনের মত আলো করে। কান ফাটিয়ে দেয়া আওয়াজ। কারেন্ট নেই প্রায় তিন ঘণ্টার ওপর। চার্জারের আলো থাকতে থাকতে রাতের... ...বাকিটুকু পড়ুন

ইসলামে ক্ষমার অফারের সাথে শর্তগুলো প্রচার হয়না কেন?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৫১

ইসলামে পাহাড়সম পাপও ক্ষমা পাওয়ার যে সব শর্টকাট অফার আছে, সেগুলোতে ব্ল্যাক হোলের মতো কিছু গভীর, বিশাল এবং ভয়ঙ্কর নোকতা যুক্ত আছে। কোনো এক অজানা, অদ্ভুত কারণে হাজার বছরের ইবাদত... ...বাকিটুকু পড়ুন

আমরা যদি পুড়ি, তবে তোমরাও আমাদের সঙ্গে পুড়বে !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:০১


২২ বছর ধরে একচ্ছত্র ক্ষমতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল, বিরোধীদের দমন—এরদোয়ানের শাসনযন্ত্র এতদিন অপ্রতিরোধ্য মনে হতো। কিন্তু এবার রাজপথের তরুণরা সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তুরস্ক এখন বিদ্রোহের দোরগোড়ায় দাঁড়িয়ে। ইস্তাম্বুলের জনপ্রিয়... ...বাকিটুকু পড়ুন

চেংগিস খান: ব্লগের এক আত্মম্ভরী, অহংকারী জঞ্জাল

লিখেছেন আমিই সাইফুল, ২৮ শে মার্চ, ২০২৫ রাত ৯:৪৪

ব্লগ জগতে অনেক ধরনের মানুষের দেখা মেলে—কেউ লেখে আনন্দের জন্য, কেউ লেখে ভাবনা শেয়ার করতে, আর কেউ লেখে শুধু নিজের অস্তিত্ব জানান দিতে। কিন্তু তারপর আছে চেংগিস খানের মতো একটা... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান প্রেমে হাবুডুবু খাওয়া নষ্ট প্রজন্ম

লিখেছেন Sujon Mahmud, ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১১:৩৬

৭১ সালের মুক্তিযুদ্ধের পর ধর্ষিতা বাঙালি নারীদের চিকিৎসায় নিয়োজিত অস্ট্রেলীয় ডাক্তার জেফ্রি ডেভিস গণধর্ষণের ভয়াবহ মাত্রা দেখে হতবাক হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে আটক পাক অফিসারকে জেরা করেছিলেন যে, তারা কীভাবে এমন... ...বাকিটুকু পড়ুন

×