আসসালামু আলাইকুম।
আজকে আমি আমার লেখায়
বর্ননা করবো কিভাবে রাউটারে স্পিড
লিমিট করা যায়। যতই
দিন যাচ্ছে ওয়ারলেস
ডিভাইস বেড়েই চলেছে । তাই
নানা কারনে ডিভাইসে স্পিড
লিমিট দেয়ার প্রয়োজন
হয় । কিন্তু অনেকেই জানেন
না কিভাবে এটি করতে হয় ।
আজকে আমি এটি দেখানোর চেষ্টা করেছি ।
আশা করছি আমার
লেখাটি পড়ার পর
আপনি নিজে অনেক সহজেই
স্পিড লিমিট/ ব্যান্ডউইথ
কন্ট্রোল করতে পারবেন ।
আসুন
দেখি কিভাবে এটি করা যায় ।
ধাপ ১- প্রথমে রাউটারের
এডমিন পেজ এ যাবেন ।
১৯২.১৬৮.০.১ সাধারনত
রাউটারের আইপি এমন হয় ।
আপনারটা অন্যরকমও
হতে পারে। আমি টিপি লিংক রাউটার
ব্যবহার করেছি ।
ধাপ ২- এখন
যে ডিভাইসটির স্পিড
লিমিট করতে চান সেটির
ম্যাক এড্রেস এ
একটি আইপি পার্মানেন্ট
করে দিতে হবে । এটি করার জন্য
প্রথমে আপনার
ডিভাইসটিকে আপনার
ওয়াইফাই
নেটওয়ার্কে কানেক্ট
করুন ।
এখন রাউটারের DHCP Client
List এ যান । আপনি ম্যাক আর
আইপি সহ
ডিভাইসটি দেখতে পারবেন ।
আপনি যদি ম্যাক
চিনতে না পারেন তাহলে ডিভাইসের ম্যাক
ডিভাইস থেকে দেখে নিন ।
এখন Address Reservation এ
যান । Add New তে ক্লিক
করুন ।
MAC Address
এখানে ডিভাইসটির ম্যাক
এড্রেস দিন
Reserved IP Address
এখানে আইপি এড্রেস দিন
Status এনাবল করুন
এখন রাউটারটি রিবুট
করুন । ব্যস
হয়ে গেলো আইপি পার্মানেন্ট করা ।
ধাপ ৩- এখন
আমরা দেখবো কিভাবে ১৯২.১৬৮.০.১০৫
আইপি তে স্পিড লিমিট
করে দিতে পারি । এর জন্য
Bandwidth Control এ
যেতে হবে । নিচের ছবির মত করে ইনপুট দিয়ে
সেভ
করুন ।
এখন Rules List এ গিয়ে Add
New তে ক্লিক করুন
এবং
ইনপুট দিন এবং Save করুন ।
আমি ৫১২ কেবিপিএস
দিয়েছি । আপনি আপনার
প্রয়োজন
অনুযায়ী ব্যান্ডউইথ
দিবেন ।
ব্যাস হয়ে গেলো স্পিড লিমিট দেয়া