আমার এক আত্বীয়াকে জোর করে বিয়ে দিচ্ছে তার দুই চাচা এবং বাবা-মা। এসএসসির রেজিসট্রেশনে মেয়ের জন্ম ২০০১, বয়স ১৫ বছর, এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, এখনো রিজাল্ট হয়নি। বিয়ে হবে কালকে, কিন্তু মেয়েটি একটুও রাজি না। মেয়েটি পড়াশুনা করতে চায়। আমিও চাই সে পড়াশুনা করুক।
কেউ কি বলতে পারবেন এ ব্যাপারে আইন কি? এক্ষেত্রে কি শাস্তি এবং কারা কারা এই শাস্তি পাবে? কি করলে বিবাহ আটকানো যায় বা কেউ কি সাহায্য করতে পারবেন? মেয়ের বাড়ি খুলনায়, বিয়ে হবে খুলনাতে। তার চাচা নাকি তার বয়স ১৫ বছরের জায়গায় ১৯ বছর করেছে। আদৌ করেছে নাকি করেনি জানি না। করলে কিভাবে করেছে তাও জানি না।
প্রিয় এডমিন, আমার লেখা প্রথম পাতায় আসছে না কেন, আমি কি জানতে পারি?