আগের দুটি পোস্টে বলেছিলাম জার্মানী এবার বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী এবং গোছানো টিম, Click This Link । আর যোগ্যতার দিক দিয়ে তরুন ব্রাজিল দ্বিতীয়। তারপরেও ব্রাজিলকে সাগতিক দেশ হিসেবে বাড়তি কিছু অনুষঙ্গের কারণে প্রথম স্থানে রেখেছিলাম। Click This Link
আগে বলে নিই আমি কেমন ফুটবল পছন্দ করি। আমি পছন্দ করি গতিশীল ফুটবল, স্পেনের মাঝমাঠে বল নিয়ে ঘুরাঘুরি আমার মোটেও পছন্দ নয়। ফুটবলে থাকবে আক্রমন পাল্টা আক্রমন। এজন্য বরাবরই আমি ব্রাজিল, জার্মানি, ঘানা, হল্যান্ডকে পছন্দ করি। আমার মতে জার্মানির ফুটবল পৃথিবীর মাঝে সবচেয়ে ফাস্ট, এবং দল হিসেবে আর্জেন্টিনা জার্মানির চেয়ে অনেক পিছিয়ে, দল হিসেবে আর্জেন্টিনা হল্যান্ডসহ আরো কয়েকটি দলের পিছনে। তারপরেও খেলা দক্ষিন আমেরিকায় হচ্ছে বলে আর্জেন্টিনারও সম্ভবনা অনেক। তাছাড়া সবসময়ই চেয়েছি বিশ্বকাপে মেসি ভাল কিছু করে দেখাক। এই পর্বে দেখা যাক আর্জেন্টিনা কেন ফেবারিটের তালিকায় ৩য়।
এবারের আর্জেন্টিনা দলটি তেমন একটা গোছানো টিম নয়। তবে আমি আশাকরছি গ্রুপপর্বে অপেক্ষাকৃত দুর্বল দল পড়ায়, ওরা গ্রুপ পর্বের ৩ ম্যাচেই নিজেদের খানিকটা গুছিয়ে নিতে পারবে। যেমন আমরা দেখেছি ব্রাজিল প্রথম ম্যাচে অনেক খারাপ খেললেও দ্বিতীয় ম্যাচে তাদের পরিচিত চেহারা খানিকটা ফিরে পেয়েছে। এভাবে আর্জেন্টিনাও দ্বিতীয় ম্যাচে উন্নতি করবে বলে আমার বিশ্বাস।
দলের ডিফেন্সে পাবলো জাবালেতা ছাড়া অভিজ্ঞ এবং নামকরা কেউ নেই যাদের উপর আস্থা রাখা যায়। অন্যান্য দলের তুলনায় অনেক ডিফেন্স দুর্বল। ভাল দলের বিপক্ষে এই ডিফেন্সকে অনেক বড় পরিক্ষা দিতে হবে। ডিফেন্সই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা। জার্মান, হল্যান্ডের মত প্রতিপক্ষের ক্ষিপ্রগতির কাউন্টার এটাকে বালির বাঁধের মত ভেংগে পড়তে পারে ডিফেন্স যখন তখন।
ডিফেন্সিভ মিডফিল্ডে আছে বার্সার জেভিয়ার মাসচেরানো, যদিও খুব বেশি ফর্মে নেই সে, তারপরেও নিখুত পাস দিয়ে মাঝমাঠের দখল বেশ ভালই থাকবে তার কাছে। ডানপাশে খেলবে বোকা জুনিয়র্সের গেগো, খুব বেশি পরিক্ষিত নয় সে। তবে লেফট উইংগার মারিয়া যখন তখন যে কোন দলের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে। শুধুমাত্র পরিশ্রমী ডি মারিয়ার জন্যই ডিফেন্সের তুলনায় কিছুটা সবল মাঝমাঠ।
দলের সবচেয়ে শক্তিশালী দিক হলো তাদের আক্রমনভাগ। সেখানে আছে প্রতিপক্ষের ডিফেন্সের ঘুম হারাম করে দেয়া মেসি। কদিন আগে পৃথিবীর সেরা ডিফেন্ডার থিয়েগো সিলভা নিজেই বলেছেন দুর্দান্ত এই মেসি সম্পর্কে "ওকে থামাতে হলে আমার একটা পিস্তল লাগবে, পিস্তলের ভয় দিয়ে ছাড়া ওকে থামানো সম্ভব নয়"। তার সাথে আছে আগুয়েরা, ম্যানসিটির এই স্ট্রাইকারও অনেক ভাল ফর্মে আছে। সুতরাং মেসির সাথে তার জুটি হয়ে উঠতে পারে এবার বিশ্বকাপের সবচেয়ে ভয়ংকর জুটি। তবে মেসিকে মেসির মতই খেলতে হবে যেমনটি খেলে বার্সায়। এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩য় ফেবারিট দল মনে করছি শুধু মেসির কারণেই। সুতরাং আর্জেন্টিনার সাথে ভাল খেলতে পারেনা - এমন অপবাদ না ঘোচালে বিশ্বকাপের সেমি-ফাইনালে যাওয়াও সম্ভব না তাদের জন্য। তার জন্য প্রতি ম্যাচেই তার করতে হবে একটি গোল, কিম্বা ২/১টি সরাসরি এ্যাসিস্ট।
আমি কয়েকটি জিনিষ মাথায় রেখে একটি অভারঅল মার্কিং করছি:
টিম:
১। গোলকিপার ------------০৯
২। ডিফেন্স ----------------০৮
৩। মিডফিল্ড --------------০৯
৪। স্ট্রাইকিং ---------------১০ ---> ১১
________________________
মোট ৪০ এর মাঝে ৩৬। (---> ১১ এর অর্থ ১০ এর মাঝে ১১ পাওয়ার যোগ্য)
খেলা:
১। স্পিড ------------------০৯
২। পাসিং ------------------০৯
৩। আন্ডার্টান্ডিং -----------০৯
৪। দক্ষতা -----------------০৯
৫। অভিজ্ঞতা --------------১০
৬। টিম কম্বিনেশন ---------০৮
৭। একুরেসি ---------------০৯
৮। পাওয়ার---------------০৯
৯। লড়াকু ----------------০৯
১০। স্কোরিং --------------০৯
________________________
মোট ১০০ এর মাঝে ৯০। (---> ১১ এর অর্থ ১০ এর মাঝে ১১ পাওয়ার যোগ্য)
অন্যান্য:
ইনজুরড রিপ্লেসমেন্ট -------০৮
আবহাওয়া----------------১০
সাপোর্টার -----------------০৯
প্লেয়িং এ্যাজ এ টিম --------০৮
________________________
মোট ৪০ এর মাঝে ৩৫।
সর্বোমোট ১৮০ এর মাঝে ৩৬+৯০+৩৫=১৬১।
জার্মানি পেয়েছিলো ১৬৮।
ব্রাজিল পেয়েছিলো ১৭০।
উপরের লেখাটি সম্পুর্ণ আমার নিজস্ব মতামত, আপনি আপনার মত মার্কিং করতে পারেন কমেন্টে। মিলিয়ে দেখব নিজের সাথে।
আগামী পর্বে থাকছে আমার দৃষ্টিতে এবার বিশ্বকাপ জিততে পারে এমন দলের মাঝে যাদের সম্ভবনা চতুর্থ তাদের নিয়ে।