আগের পোস্টে যদিও বলেছিলাম ব্রাজিলের সম্ভবনা সবচেয়ে বেশি Click This Link । তারপরেও এবার বিশ্বকাপে প্রথম কয়েকটি দলের মাঝে পার্থক্য একেবারে শুন্যের কোটায়। ব্রাজিলের চেয়ে দল হিসেবে জার্মানি বেটার, কিন্তু সাগতিক হিসেবে ব্রাজিলকে একটু এগিয়ে রেখেছি। আমার মতে জার্মানির ফুটবল পৃথিবীর মাঝে সবচেয়ে ফাস্ট. দল হিসেবে আর্জেন্টিনা জার্মানির চেয়ে অনেক পিছিয়ে, তারপরেও খেলা দক্ষিন আমেরিকায় হচ্ছে বলে আর্জেন্টিনারও সম্ভবনা অনেক। এভাবে কে চ্যাম্পিয়ন হবে আগেভাগে বলে দেয়া সত্যিই কঠিন। এই পর্বে দেখা যাক জার্মানি কেন ফেবারিটের তালিকায় ২য়।
মে মাস ২০১৪ এর ফিফা ওয়ার্ল্ড র্যাংকিং:
১। স্পেন
২। জার্মানী
৩। পর্তুগাল
৪। ব্রাজিল
৫। কলম্বিয়া
৬। উরুগুয়ে
৭। আর্জেন্টিনা
৮। সুইজারল্যান্ড
৯। ইটালি
১০ গ্রিস
বর্তমান ওয়ার্ল্ড র্যাংকিং দেখলে মনে হতে পারে স্পেন সবচেয়ে ফেবারিট। কিন্তু আমার দৃষ্টিতে বিশ্বকাপ জিততে হলে আরো কিছু জিনিষ কনসিডার করা জরুরী বলে মনে হয়। কয়েকটি ধারাবাহিক পর্ব লেখার ইচ্ছা আছে আমার বিশ্বকাপ নিয়ে। যার প্রথম কয়েকটি পর্ব লিখব সম্ভাব্য সবচেয়ে ফেবারিট দলগুলি নিয়ে। কারা বেশি ফেবারিট সেটি আলোচনার আগে অলটাইম ফেবারিট টিমের র্যাংকিং দেখাটাও জরুরি।
আল টাইম ফিফা ওয়ার্ল্ড র্যাংকিং:
১। ব্রাজিল
২। জার্মানী
৩। ইটালি
৪। আর্জেন্টিনা
৫। ইংল্যান্ড
৬। স্পেন
৭। ফ্রান্স
৮।হল্যান্ড
৯। উরুগুয়ে
১০। সুইডেন
উপরের ২ ক্যটেগরিতে যে কয়টি দেশের নাম উল্লেখ করেছি বিশ্বকাপ এদের মাঝেই থাকবে বলে মনে করি। তবে এই দলগুলোর বাইরের ২/১ টি দল সেমিফাইনালে খেললে তাতে অবাক হওয়ার কিছুই নেই।
দুটি র্যাংকিং এর কম্বিনেশন করলে জার্মানী নিশ্চিতভাবে ১ নং দল। তাছাড়া এমনিতেও জার্মানি সব সময়ই একটি পরিপুর্ন টিম হয়ে বিশ্বকাপে আসে। এজন্য ব্রাজিলের সমান সংখ্যক, তথা সর্বোচ্চ ৭ বার ফাইনাল খেলা একমাত্র দল তারা। কিন্তু সেটি আসল কারণ নয়, বর্তমান টিমের খেলোয়াড়দের দিকে নজর দিয়ে, এখন পর্যন্ত আমার মনে হচ্ছে সবচেয়ে ফেবারিট দল জার্মানি। একটি দলের যা কিছু দরকার ওদের তার পুরোটাই আছে। সবচেয়ে বড় কথা, ওদের একটি পরিপুর্ণ টিম আছে। প্রথম দেখি খেলোয়ার আছে কারা। এবছর পুরুষদের ব্যালন ডিঅর শর্ট-লিস্টের ২০ জনের মাঝে পাঁচজনই ছিলো জার্মানির। ম্যানুয়েল নয়ার, টমাস মুলার, ফিলিপ লাম, বাস্টিয়ান সোয়েনস্টেইগার এবং মেসুল ওজিল। সেরা ক্লাবের সেরা খেলোয়াড়দের নিয়ে দারুন এক কম্বিনেশন। জার্মানীর কোচ বলেছিলেন, আমার দলের প্রথম একাদশ আর দ্বিতীয় একাদশের মাঝে কোন পার্থক্যই নেই। দলের খেলোয়াড়দের কোয়ালিটি কতটা সমমানের হলে একজন কোচ এমন গর্ব করে বলতে পারে। বেশিরভাগ প্লেয়ার বায়ার্ন মিউনিখে খেলে বলে ওদের মাঝে আন্ডারস্টান্ডিংটাও চমৎকার।
ওদের নেই একজন রোনালদো/মেসি /নেইমার/বেল টাইপের কোন স্ট্রাইকার, কিন্তু সবাই যদি ভাল খেলে যে কেউ গোল করে দিতে পারে। ভুলে গেলে চলবে না ওদের দলে আছে পোডলস্কি, সোয়েনস্টেইগার, মুলার, ওজিল এবং রিউসের মত তারকা মিডফিল্ডার। এরা সবাই পরিপুর্ন একেকজন খেলোয়াড়। সকলেই জানে নিজের কি দায়িত্ব। আপন আপন ক্লাবে এবং নিজের জায়গায় তারা সেরা। এরা যে কেউ যখন তখন যেকোন দলের জন্য বিপদের কারন হতে পারেন। ক্লোসাকে কখনো আমার এতোটা ভয়ানক স্ট্রাইকার মনে হয়নি। কিন্তু ওদের ফরওয়ার্ড - মিডফিল্ড এককথায় দুধর্ষ। আছে দেয়ালের মত ডিফেন্স আর গোলমুখে আছে ন্যয়ারের মত অতন্দ্র প্রহরি। সুতরাং প্রথম পরীক্ষা শক্তিশালী মিডফিল্ড পার হয়ে আসা, এবং দ্বিতীয় পরিক্ষা প্রতিপক্ষের মুহুমুহু আক্রমন সামাল দেয়ার ক্ষমতাসম্পন্ন ডিফেন্সে - এই দুটিকে অভারকাম করেই তাদের বিরুদ্ধে জিততে হবে যে কোন দলকে।
আমি কয়েকটি জিনিষ মাথায় রেখে একটি অভারঅল মার্কিং করছি:
টিম:
১। গোলকিপার ------------১০ ---> ১১
২। ডিফেন্স ----------------১০
৩। মিডফিল্ড --------------১০
৪। স্ট্রাইকিং ---------------০৮
________________________
মোট ৪০ এর মাঝে ৩৮। (---> ১১ এর অর্থ ১০ এর মাঝে ১১ পাওয়ার যোগ্য)
খেলা:
১। স্পিড ------------------১০ ---> ১১
২। পাসিং ------------------১০
৩। আন্ডার্টান্ডিং -----------১০
৪। দক্ষতা -----------------০৯
৫। অভিজ্ঞতা --------------১০
৬। টিম কম্বিনেশন ---------১০
৭। একুরেসি ---------------০৯
৮। পাওয়ার---------------১০
৯। লড়াকু ----------------০৯
১০। স্কোরিং --------------০৯
________________________
মোট ১০০ এর মাঝে ৯৬। (---> ১১ এর অর্থ ১০ এর মাঝে ১১ পাওয়ার যোগ্য)
অন্যান্য:
ইনজুরড রিপ্লেসমেন্ট -------০৯
আবহাওয়া----------------০৮
সাপোর্টার -----------------০৮
প্লেয়িং এ্যাজ এ টিম --------০৯
________________________
মোট ৪০ এর মাঝে ৩৪।
সর্বোমোট ১৮০ এর মাঝে ৩৮+৯৬+৩৫=১৬৮।
উপরের প্রথম দুটি ধরা হলে জার্মানী ১ নং টিম, কিন্তু ৩য় (অন্যান্য) ধরা হলে জার্মানীর অবস্থান দাড়ায় ব্রাজিলের পরে, ২ এ।
উপরের লেখাটি সম্পুর্ণ আমার নিজস্ব মতামত, আপনি আপনার মত মার্কিং করতে পারেন কমেন্টে। মিলিয়ে দেখব নিজের সাথে।
ছবি সংগৃহীত।
আগামী পর্বে থাকছে আমার দৃষ্টিতে এবার বিশ্বকাপ জিততে পারে এমন দলের মাঝে যাদের সম্ভবনা তৃতীয় তাদের নিয়ে।