ফুটবল পাগল সবাই আসুন দেখুন কমেন্ট, পাল্টা-কমেন্ট করুন। আসুন নিজের মতামত শেয়ার করি, বিশ্বকাপের আগে প্রিয় দল সম্পর্কে আরো জানি, এবং বিশ্বকাপকে আরো বেশি উপভোগ্য করে তুলি। মে মাস ২০১৪ এর ফিফা ওয়ার্ল্ড র্যাংকিং দিয়ে শুরু করছি।
১। স্পেন
২। জার্মানী
৩। পর্তুগাল
৪। ব্রাজিল
৫। কলম্বিয়া
৬। উরুগুয়ে
৭। আর্জেন্টিনা
৮। সুইজারল্যান্ড
৯। ইটালি
১০ গ্রিস
উপরে যে কয়টি দেশের নাম উল্লেখ করেছি বিশ্বকাপ এদের মাঝেই থাকবে বলে মনে করি। তবে এই দলগুলোর বাইরের ২/১ টি দল সেমিফাইনালে খেললে তাতে অবাক হওয়ার কিছুই নেই।
বর্তমান ওয়ার্ল্ড র্যাংকিং দেখলে মনে হতে পারে স্পেন সবচেয়ে ফেবারিট। কিন্তু আমার দৃষ্টিতে বিশ্বকাপ জিততে হলে আরো কিছু জিনিষ কনসিডার করা জরুরী বলে মনে হয়। এই বিশ্বকাপে এখন পর্যন্ত আমার মনে হয়েছে সবচেয়ে গোছানো দল জার্মানি। একটি দলের যা কিছু দরকার ওদের তার পুরোটাই আছে। তবে খেলাটি যেহেতু দক্ষিন আমেরিকাতে ব্রাজিলের নিজ দেশে হবে, সেহেতু আরো কিছু জিনিষের দিকে নজর না দিলেই নয়।
প্রথম দেখি খেলোয়ার আছে কারা। যদিও ব্রাজিল দল বিভিন্ন খেলোয়াড়দের নিয়ে ভিন্নভিন্ন ভাবে সাজানো যায়, যেহেতু ওদের অনেক ট্যালেন্ডেড প্লেয়ার আছে। তারপরেও কোচ স্কলারি মনে হয় গত কনফেডারেশন কাপের মুল একাদশকেই প্রাধান্য দিবেন, এবং সেই দলের বাইরের খেলোয়াড় খুব একটা একাদশে রাখবেন না। ব্রাজিলের একটাই মাত্র দুর্বলতা আমার চোখে পড়েছে - এবং এটি মনে হয় অনেক বড় একটি দুর্বলতা, সেটি হলো তাদের দলে অভিজ্ঞ কোন ভাল প্লেয়ার নেই মাঝমাঠে। স্পেন টিমে যেমন মাঝমাঠে ইনিয়েস্তা আছে- এমন একজন প্লেয়ার দলে থাকলে অনেকটা নির্ভার থাকা যায়। তারপরেও তাদের টিম স্পিরিট অসাধারণ।
১৯৯৪ সাল থেকে ২০০২ পর্যন্ত ব্রাজিলের যে দলগুলি বিশ্বকাপে খেলেছে সেসব দলে বর্তমান দলের তুলনায় অনেক নামকরা প্লেয়ার ছিল। বিশেষ করে ডিফেন্সে কাফু-কার্লোস জুটি, মিডফিল্ডে রিভালদো-কাকা-রোনাল্দিনহো জুটি, স্ট্রাইকিংয়ে ফেনোমেনন রোনালদো। ওদের মতো যোগ্য প্লেয়ার এই দলে নেই এটি নিঃসন্দেহে বলা যায়। তবে ওদের এই ডিফেন্সের উপর যে কেউ আস্থা রাখতে পারেন। ওদের বর্তমান দলের ডিফেন্সকে বিশ্বসেরা বললে বাড়িয়ে বলা হবে না। কারণ সে্ন্ট্রাল ডিফেন্ডার হিসেবে আছে থিয়েগো সিলভা- যাকে মনে করা হয় বর্তমান বিশ্বের সেরা ডিফেন্ডার (কারো কাছে কথাটি বাড়াবাড়ি মনে হলে তারা "best defender in the world" লিখে গুগল করলেই প্রমান পেয়ে যাবেন)। তার সাথে জুটি বাধবে চেলসির ডেভিড লুইস কিম্বা বায়ার্ণের ডান্টে (এরাও সাধারনত সেরা ১০ জন ডিফেন্ডারের লিস্টে থাকে)। বামপাশে থাকবে রিয়েল মাদ্রিদের মার্সেলো আর ডানপাশে থাকবে বার্সার (কলা) আলভেজ। এরা প্রত্যেকেই অনেক নির্ভরযোগ্য যার যার জায়গায়। এজন্য বলেছি ডিেফন্সে ব্রাজিলের কোন ত্রুটি নেই।
আগেই বলেছি খুব বেশি আস্থা রাখতে পারছি না ওদের মিডফিল্ডের উপরে। দলের প্রথম একাদশে সম্ভবত রাখা হবে গুসতাভো, পাওলিনহো এবং অস্কারকে। অস্কারকে কয়েক বছর আগে অনেক প্রমিজিং মনে হলেও খুব বেশি উন্নতি করতে পরেনি বলে আমার মনে হয়। তারপরেও এরা সবাই ইয়াং এবং ট্যালেন্টেড - যারা একসাথে খেললে ভালভাবেই সামলাতে পারবে মাঝমাঠ- যার প্রমান গত কনফেডারেশন কাপে আমরা পেয়েছি। তাছাড়া আগের দলে যেমন দেখতাম কাফু-কার্লোস উঠে আসতো উইংগারের মত, এই দলেও আছে মার্সেলো-আলভেজ জুটি, যারা মাঝমাঠকে ভালই সাহায্য করবে বলে মনে করি।
এই দলের নেইমারকে খুব বেশি হলে ২০০২ সালের রোনালদিনহোর সাথে তুলনা করা গেলেও কিন্তু রিভালদো কাকার শুন্যস্থান অস্কার-পাওলিনহো/ বার্নারডরা পুরণ করতে পারবে কতটা সেটি দেখার বিষয়। সেটি মনে হয় অনেক কঠিন। ওদিকে ওদের সেরা স্ট্রাইকার ফ্রেড ২০০২ এর ফেনোমেনন রোনালদোর কাছাকাছি মানেরও না। তারপরেও আস্থা আছে এই দলের উপর। কোচ হিসেবে আছেন বিচক্ষণ স্কলারি। এই দলটি টিম হিসেবে খেলে। অনেক গতিময় এবং ছন্দময় খেলা খেলে। খেলাটি হবে নিজেদের মাঠে, পরিচিত ওয়েদারে। এসব কিছু কনসিডার করেই ব্রাজিলকে আমার সেরা সম্ভাবনাময়ী দল মনে হয়েছে এই বিশ্বকাপে।
টিম স্কোর:
১। গোলকিপার ------------১০
২। ডিফেন্স ----------------১০ ---> ১১
৩। মিডফিল্ড --------------০৯
৪। স্ট্রাইকিং ---------------১০
________________________
মোট ৪০ এর মাঝে ৩৯। (---> ১১ এর অর্থ ১০ এর মাঝে ১১ পাওয়ার যোগ্য)
খেলার স্কোর:
১। স্পিড ------------------১০
২। পাসিং ------------------১০
৩। আন্ডার্টান্ডিং -----------১০
৪। দক্ষতা -----------------০৯
৫। অভিজ্ঞতা -------------০৯
৬। টিম কম্বিনেশন ---------০৯
৭। একুরেসি ---------------০৯
৮। পাওয়ার---------------০৯
৯। লড়াকু ----------------০৯
১০। স্কোরিং --------------১০
________________________
মোট ১০০ এর মাঝে ৯৪।
অন্যান্য:
ইনজুরড রিপ্লেসমেন্ট -------০৯
নিজ আবহাওয়া------------০৯
সাপোর্টার -----------------১০
প্লেয়িং এ্যাজ এ টিম --------১০ ---> ১১
________________________
মোট ৪০ এর মাঝে ৩৮। (---> ১১ এর অর্থ ১০ এর মাঝে ১১ পাওয়ার যোগ্য)
সর্বোমোট ১৮০ এর মাঝে ৩৮+৯৪+৩৮=১৭০।
উপরের লেখাটি সম্পুর্ণ আমার নিজস্ব মতামত, আপনি আপনার মত মার্কিং করতে পারেন কমেন্টে। মিলিয়ে দেখব নিজের সাথে।
ব্রাজিল সম্ভব্য প্রথম একাদশ:
GK Julio Cesar
LB Marcelo
CB David Luiz
CB Thiago Silva
RB Dani Alves
DM Luiz Gustavo
DM Paulinho
LM Neymar
CM Oscar
RM Bernard
ST Fred
http://bleacherreport.com/brazilian-football
ব্রাজিল ২৩ জনের দল এবং তাদের ক্লাব:
Goalkeepers: Julio Cesar (Toronto FC), Jefferson (Botafogo), Victor (Gremio)
Defenders: Daniel Alves (Barcelona), Maicon (Roma), Marcelo (Real Madrid), Maxwell (Paris Saint-Germain), David Luiz (Chelsea), Thiago Silva (Paris Saint-Germain), Dante (Bayern Munich), Henrique (Napoli)
Midfielders: Luiz Gustavo (Wolfsburg), Paulinho (Tottenham), Ramires (Chelsea), Fernandinho (Manchester City), Oscar (Chelsea), Willian (Chelsea), Hernanes (Internazionale), Bernard (Shakhtar Donetsk)
Forwards: Fred (Fluminense), Neymar (Barcelona), Hulk (Zenit St. Petersburg), Jo (Atletico Mineiro).
আগামী পর্বে থাকছে আমার দৃষ্টিতে এবার বিশ্বকাপ জিততে পারে এমন দলের মাঝে যাদের সম্ভবনা দ্বিতীয় তাদের নিয়ে।