প্রথমে বলে নেই যে দল আছে আমাদের তাতে ভারতকে হারানো কঠিন। ভারতের চেয়ে আমরা এগিয়ে ছিলাম বোলিংয়ে। ভারতের চেয়ে আমাদের বোলিং ভাল একথা আমি নির্দ্বিধায় বলতে চাই। তবে সাকিব না থাকাতে আমাদের এ্যাটাক অনেকটা ভোতা হয়ে গেছে। তামিম না থাকলে দলের যতটা না ক্ষতি হয় সাকিব না থাকলে দলের তারচেয়ে চারগুন বেশি ক্ষতি হয়। তামিমের জায়গায় এনামুল কিম্বা কায়েস কিছুটা পুরণ করতে পারবে কিন্তু সাকিবের ব্যাটিং বা বোলিংয়ের যে কোন একটি পুরণ করার সামর্থও বাংলাদেশ দলের কারো নেই।
আমার মতে আমাদের দলের সেরা ব্যাটসম্যান মুশফিক। তারপরেই আছে নাসির, তারপরে সাকিব। তারপরে আছে মমিনুল এবং শামছুর রহমান ।
বোলিংয়ে দলের সেরা বোলার সাকিব, তারপরে রাজ্জাক। তাহলে বুঝে নিন সাকিবকে ছাড়া আমরা কতটা দুর্বল। এক সাকিবকে হারিয়ে দলের সেরা বোলার এবং সেরা ৩য় ব্যাটসম্যান আমরা হারাচ্ছি। গত এশিয়া কাপে চারটি ৫০ করা, ভারতের ভয় তামিমকেও পাচ্ছি না আমরা। কিভাবে জিতবো আমরা আজকের ম্যাচ?
তারপরেও জেতার আশা করছি। শামছুর রহমান এবং মমিনুল - এদের একজনকে টিকতে হবে। যথারীতি মুশফিক এবং নাইমদের একজনকে টেনে নিয়ে যাওয়া লাগবে দলের ইনিংসকে ৪৫ অভার পর্যন্ত। আর নাসির এবং জিয়াউরকে ইনিংসের শেষদিকে এসে একটু ঝড়ো ব্যাটিং করতে হবে। আগে ব্যাটিং করলে ৩০০ পার করতে হবে। ওদের ভাল কোন স্পিনার নেই, ফাস্ট বোলারও আমাদের মাশরাফির তুলনায় খারাপ, সুতরাং শ্রীলংকার সাথে ব্যাটিং খারাপ করলেও ওদের সাথে খারাপ হওয়ার কথা না। আগে বোলিং করলে ওদেরকে ২৮০ রানের মাঝে আটকাতে হবে। এখানে বোলিংয়ে রান দেয়ার ব্যাপারে সবাইকে কিপটামি করতে হবে তাহলে উইকেট পড়বে। উইকেট নেয়ার চেষ্টা করে লাভ নেই, তাতে উইকেট পড়বে না, বরং ভারতের লম্বা ব্যাটিং লাইনআপ ভারতকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাবে।
আর সবাইকে ভাল ফিল্ডিং করতে হবে, চাঙ্গা থাকতে হবে, ক্যাচ মিস না করলে বাংলাদেশ জিতবে আশা করি। ইনিংসের প্রথমদিকে রহিত শর্মা এবং ভিরাট কোহলিকে ফেরাতে পারলে জয় পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আজকের দল:
১। ইমরুল কায়েস
২। শামছুর রহমান
৩। মমিনুল হক
৪। মুশফিক
৫। নাঈম ইসলাম
৬। নাসির হোসেন
৭। জিয়াউর রহমান
৮। সোহাগ গাজী
৯। মাশরাফি মর্তুজা
১০। রাজ্জাক
১১। রুবেল হোসেন