উপরোক্ত শিরোনামে একটি পোষ্ট ছাপা হয়েছে কিন্তু নতুন ব্লগার হিসাবে আমার মন্তব্য করার অধিকার না থাকার ফলে নতুন পোষ্ট হিসাবে লেখলাম যদি ছাপা হয় এ আশায়-----
উক্ত পোষ্টে বলা হয়েছে ইউক্যালিপটাস এর পাতা দিয়ে মোবাইল চার্জ করা যায়। দয়া করে কখনও এ জাতীয় অবৈজ্ঞানিক কথায় বিশ্বাস করবেন না। নিজের মোবাইল টা নষ্ট করবেন না এবং অপরের মোবাইল টাও নষ্ট করার জন্য প্ররোচিত করবেন না। একটু বিজ্ঞান মনষ্ক হলেই আপনি ব্যাপার টি বুঝতে পারবেন।
ইউক্যালিপটাসের পাতা কেন, আপনি যদি পাতার বদলে ব্যাটারির দুপ্রান্তে দু'টুকরা কাগজও লাগান, দেখতে পাবেন,আপনার মোবাইলের চার্জ ফুল দেখাচ্ছে।
যা হউক, আমার এ পোষ্ট যদি ছাপা হয়, তা হলে আমি বিশদ ভাবে ব্যখ্যা করবো আসল ঘটনা কি?