অসীম তুমি, কী দিয়ে টানবো সীমানারেখা
ছাড়িয়ে গিয়েছো সব প্রেমের সাজানো ধারণা
কোনো অপরাহ্নে তোমাকে মন খুলে দেখা
এমন গভীর সুর যা তুমি এড়াতে পারো না।
সীমা কি গৃহকোণ, হাট মাঠ গ্রাম ময়দান
যেখানে লোকেরা করে স্বার্থের ভাগ বাটোয়ারা।
বহু পথ পার হয়ে পেয়েছি হারানো সে গান
যার দোলায় নাচতে থাকে কিশোরী পাতারা।
তোমাকে ছুঁয়ে থাকে অনন্তের পথ ও পাথেয়
শূন্যকে মুঠোয় ভরে কেন বসে আছো অন্যমনে
গুটিয়ে থাকার চেয়ে নিজেকে ছড়িয়ে দেয়া শ্রেয়
তোমার সন্ধান পেতে বেরিয়েছি অনন্ত ভ্রমণে।