ইমন সরওয়ার
কাকেস্বর বন্দনা
আজ বলিবো তাহাদের কথা যাহারা
নিজেরই গোবরগন্ধে নাকচেপে হেঁটে যায় নগরে নগরে
ডাস্টবিন মুছে কারা নিয়ে গেছে সাততারা -
খাবার-পানীয়
অতঃপর নগরের পদাতিক-কাকগুলো
সমস্বরে কা কা করিয়া উঠিল।
তাহাদের বন্দনায় কোরাস করে একদল মনুষ্যকাক
কাকাজল-কাকাতুয়া, স্বরবিদ্ধ পালকপুত্র
গোঙায় সারা রাত।
অতঃপর কাকের আসন বন্টন হলো নিজেদের মাঝে
ক্লিষ্ট এই পৈতা-মোড়ল প্রসব করে মুশিকছানা
তাহারা লালন করে বহুকাল
প্রচারে-প্রসারে মরিয়া এমন
নিজেরই নাক কেটে পথ ও প্রান্ত করে লাল।