এমন অসম্ভব দূর্বোধ্যতার মধ্যে আমি হারিয়ে যেতে চাইনি। আমি সূর্যালোকের স্বপ্ন দেখেছিলাম। অন্ধকারে পরে থেকে থেকে যার ডানা পঁচতে বসেছিলো এমন এক পাখিকে আমি আলোয় ওড়াতে চেয়েছিলাম।
আমার ও তো পাখা আছে, পাখি, আমি তোর ডানা হতে চেয়েছিলাম। এমন গতিহীন অলসতায় আমি ডুবে স্থির হতে চাই নি।
আমি ঝড়ের কবলে পরে দিকভ্রান্ত বার বার। যে পথে ছুটে যেতে চেয়েছি সে পথেই ব্জ্রপাতে ছাই হয়েছে আমার ডানা। এমন অবাধ্য ঝড়ে আমি পথ হারাতে চাই নি।
অনেক বৃষ্টির ফোঁটায় আমি পাখির মুখ এঁকেছিলাম, তার চঞ্চুতে তুলে দিয়েছিলাম সুন্দর খড়্গুলো। তবু পাখি আমার কাছে থাকলো না।
এমন ভ্রান্ত স্বাধীনতায় আমি ভুলে যেতে চাইনি।