আকাশটা কত বিশাল!...আশপাশের উচু বাসার কারণে বিশাল আকাশটাকে দেখতে চাইলেও পারি না...জানলা দিয়ে ঘাড় এদিক ওদিক করে একচিলতে, একটুসখানি আকাশ দেখতে পাই,,,তাও অবাক হয়ে তাকিয়ে থাকি...ভাবি এই এক বিশাল আকাশে আমি কেন দুইটা আকাশ দেখি ? কোন আকাশটা আমি ছুঁতে চাই?...ছুটে যেতে চাই কোন আকাশের দিকে? .... দুইটা আকাশকে এক করতে পারি না কেন...একদমই ভিন্ন রঙের, ভিন্ন রূপের দুই আকাশ...চেয়েই থাকি অবাক হয়ে এই বিশাল আকাশের দিকে...
আবহাওয়া পূর্বাভাস থেকে জানা গেছে নিম্নচাপ চলছে...যে কোনো সময় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে...কালো মেঘ ভেসে বেড়াচ্ছে ... অসম্ভব অস্থির করা বাতাস...ঝড়ের আগের থমথমে অবস্থা এখন...
নতুন বছরে ঠিক করেছিলাম "কখনো অযথা মন খারাপ করবো না'......শেষ বছর থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলাম আমি .. মন খারাপের বেইল নাই দুনিয়ায় ... বড়লোকের অসুখ মন খারাপ করা...এসব বিষন্নতা হলো বিলাসিতা।..সুখের পালঙ্কে ঘুমিয়ে থাকা স্বপ্নকন্যা
আমি, হঠাৎ দুঃস্বপ্ন দেখে মন খারাপ করি ... উঠে দেখি .. সব ছিল স্বপ্নে ..তাই নিয়ে ভাবি ...তাই নিয়ে গবেষণা করি....ভেবে ভেবে বিষন্ন হই.......স্বপ্নগুলোতো শিশিরবিন্দু...
...রংধনু দেখতে ইচ্ছে করছে...
সময়ের স্রোতে ভেসে চলা এই আমি...শঙ্খে আমার বাস....
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১০ রাত ২:০৩