এমন দিনে তারে বলা যায়
এমন ঘন ঘোর বরিষায়,
এমন দিনে মনও খোলা যায়
এমন মেঘ সরে, বাদল ঝড়ো ঝড়ে ,
তপনহীন ঘন তমসায়
এমন দিনে তারে বলা যায়।
সে কথা শুনিবে না, কেহ আর
নিভৃত নির্জন চারিধার,
দুজনে মুখ মুখী, গভীরও দুঃখে দুখী
আকাশে জলও ঝড়ে অনিবার।
জগতে কেহ যেন নাহি আর।
সমাজ সংসারও মিছে সব
মিছে এ জীবনের কলরব,
কেবলি আখি দিয়ে , আখিরও সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব
আঁধারে মিশে গেছে আর সব।
তাহাতে এ জগতে ক্ষতি কার,
নামাতে পারি যদি মন ভার।
শ্রাবণ বরিষণে .. একদা গৃহ কনে
দু কথা বলি যদি, কাছে তার,
তাহাতে আসে যাবে কি বা কার।
ব্যকুল বেগে আজি বহে বায়
বিজলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে , রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।
...............................................................
বর্ষার গান শীতে..
অনেক প্রিয় একটা গান।
View this link
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১০ রাত ২:০৪