এই শীতে বার বার স্কুলের ডিসেম্বর মাসগুলোর কথা মনে পরছে।ছুটি, ছুটি, কি আনন্দ!! অনেক দিন পর সেই শীতের স্বাদটা পাচ্ছি। ছবি একে, গল্পের বই পড়ে, গান শুনে, ঘুমিয়ে....অনেক আরামেই কাটাচ্ছি দিনগুলো। বেকার জীবনে আবার যে সেই শীতের ছুটির আমেজটা পাবো, ভাবতেই পারি নাই!! বেকার থাকার আনন্দই আলাদা। আর শীতের বেকার জীবন হলো জীবনের শ্রেষ্ঠ সময়। আরাম করে বারোটা-একটা পর্যন্ত শুয়ে থাকা, চিন্তাহীন ভাবে বসে থাকা .....কি শান্তির এই জীবন।
বসে, বসে, জানালার গ্রিলের ফাঁক দিয়ে আসা রোদের খেলা দেখি.... আলোর মধ্যে কি যেন উড়ে বেরায়...আমি দুইহাত দিয়ে আলোটাকে ধরতে চাই...ধরতে চাই ওই আলোর মধ্যে সাতার কাটা ধুলাগুলোকে ... পারি না...আবার চাই আলোগুলোকে আটকে দিতে..পারি না...ঐদিকে চলে যায়...
ছায়া নিয়ে খেলি, হাত দিয়ে এটা বানাই, ওটা বানাই,,,,,,কখনো হরিন, কখনো পাখি....কখনো ফুল....সময় কেটে যায়....
মেঘের সাথে খেলি,,,মেঘ দিয়ে নৌকা বানাই....হাঁস বানাই,,,কখনো বা বানাই ভাল্লুক.....কখনো মানুষের চোখ......মাথা.....ভেসে চলে মেঘগুলো......ভেসে যায় সময়....
বিকালে কনে দেখা আলোতে শান্ত ওভারব্রিজের উপর দাড়িয়ে দুনিয়া দেখি....গাড়িগুলো যায়...আসে....আসে....যায়.. ছুটে চলা জীবনটা দেখি...ভালো লাগে অনেক .....ঠান্ডা ঠান্ডা ভালো লাগা...
রাস্তার গরম ভাপা পিঠা আর চিতই পিঠা সরিষা- মরিচের চাটনি দিয়ে খেয়ে ধীরে ধীরে বাসার দিকে হাটা দেই...
কি সুন্দর অলস সময় কাটাই আমি .... আর বার বার ধন্যবাদ জানাই আমার আল্লাহকে ....মেয়ে হয়ে সৃষ্টি করার জন্য .... না হলে এই শীতের শান্তির বেকার জীবন হয়তো পেতাম না....শীতের বেকারত্বকে উপভোগ না করে, অভিশাপ মনে হতো....
বেকার জীবনের সাথে খাপ খাইয়ে নিয়েছি নিজেকে .... আনন্দ খুঁজে নিয়েছি জীবনটার....এটাই তো জীবন...আনন্দের কোনো মূহুর্ত না হলেও ...সাধারণ মূহুর্তগুলো থেকে আনন্দ খুঁজে বের করা।
..."জীবন অনেক সুন্দর"..."La vita è bella "..."La vie est belle "..."das Leben ist schön".......الحياة جميلة........"a vida é bela"....."Жизнь прекрасна"....."la vida es bella"....."η ζωή είναι ωραία"...."जीवन सुंदर है"......"life is beautiful"............কি শান্তির এই জীবন!.........
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৮