অবাক হয়ে তাকিয়ে ছিলাম তোমার দিকে ...কি অপূর্ব রূপ তোমার.!!..চোখ ফেরাতে পারছিলাম না একটি বারের জন্যও। মনে হচ্ছিল তুমি আজ শুধু আমার জন্য এসেছ এই স্বর্গীয় সাজে ......আমাকে মুগ্ধ করার জন্য।কি অপার্থিব সৌন্দর্য !! সৃষ্টিকর্তাকে সহস্র বার ধন্যবাদ দিয়েছি এত সুন্দর সৃষ্টির জন্য..।তোমার জন্য আমি পথের শুরু থেকে শেষ পর্যন্ত ছুটে গিয়েছি...আবার ফিরে এসেছি শুরুতে...একটি বারের জন্যও তোমাকে চোখের আড়াল হতে দেয়নি। তুমিও তো ছিলে আমার সাথে সাথে...শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত.!!
.. এই শীতের রাতে স্বচ্ছ আকাশে তোমাকে আমি মুগ্ধ হয়ে দেখেছি .... কি দীপ্তিময় আলো, কি স্বচ্ছ, নির্মল, স্নিগ্ধ আভা ...এই যেন শুধু আমার জন্য...বার বার শুধু বলতে ইচ্ছে করছিল ...
...জোৎস্না তুমি আমার বন্ধু হবে?...... তোমার স্নিগ্ধ আলোয় রাঙিয়ে দিবে আমার ভুবন?