আমি জানি, ইতিহাসের পাতা থেকে বিলীন হয়ে যাবে আমার ভয়ঙ্কর পরিণতি,
তবুও জড়াগ্রস্থ সময়ে আমি অবাধে হেটে যাই- শেষ মৃত্যুর সন্ধানে।
আমি জানি, ফাটল ধরা আকাশে মুছে যাবে জোৎস্নার দাগ
আর নিভে যাওয়া তারাগুলো বিক্রি হয়ে যাবে অক্ষির অগচোরে,
তবু আমি অবাধে গতিশীল শেষ মৃত্যুর সন্ধানে।
নিওক্লিয়াসের বংশবৃদ্ধি নিয়ন্ত্রনের বাইরে এলে
ভিতরে আটকে থাকবে নিওক্লিয়াসের মা
আর তোমরা জন্ম দেবে তোমাদের প্রতিকৃতি।
চলে গেলে আমার শূণ্যতায় প্রবেশ করবে তোমাদের ব্যর্থতার গ্লানি
আর আমার ইতিহাস তোমরা লিখবে নিজেদের নির্বাচিত গল্পে-
তবুও আমি ক্ষমা করলাম,
জড়াগ্রস্থ সময়কে পেছনে ফেলে আমি অবাধে হেটে গেলাম
-শেষ মৃত্যুর সন্ধানে।