আবার যখন দেখা হবে অন্যকোথাও
আমায় দেখে তাকিও না অন্যদিকে;
যদি পারো একটু হেসে কথা বলো,
জানি অনেক কষ্ট হবে, তবুও বলো
কষ্টগুলো আমার কাছে গোপন রেখে।
আবার যদি মনে পরে সব ইতিহাস
তোমার আমার ভুল গুলো দেয় মাথা চারা
দেবে কি সে দিন সারা?
“ফিরে এসো” আমার আকুল অনুরোধের!
আবার যদি হঠাৎ করে বৃষ্টি নামে
পথের মাঝে আমরা কেবল, সবাই উধাও
সে দিনও কি কাঁদবে তুমি,
অস্থিরতার সেই পুরাতন ভঙ্গিমাতে!
আবার যদি প্রশ্ন করো, “কেমন আছো?”,
“কাটছে কেমন আমায় ছারা সময় তোমার?”
হয়তো তুমি শুনতে চাইবে- “কষ্টে আছি”,
“সময় এখন কাটছে না আগের মত”।
সত্যি বলছি, কষ্টেই আছি।