অমানিশার সন্ধানে
____________
ইস্পাতের অরণ্য, অরণ্যে সুরঙ্গ, প্রান্তে আটকে আছে আকাশ
ধাতব ফ্রেমে
আকাশটা হঠাৎই নড়েচড়ে ওঠে জীবন্ত প্রেমে
পাখিরা উড়ে গেলে কালো মেঘ জমা হলে বিদ্যুৎ চমকালো
বৃষ্টি হলোনা, নক্ষত্র জ্বললোনা
হঠাৎ
শক্ত আঁধার
আমি অমানিশার সন্ধানে দেশলাই জ্বালিয়ে জ্বালিয়ে সে পথে গেছি
বিভ্রমের ঘূর্ণন
মিশে একাকার পাখি পাতা ফুল মেঘ দূরের আগুন
সেইসব মিশ্রনের বিচ্ছুরণে দু'চোখ বন্ধ হয়ে গেলে
শুনি আলেয়ার ডাক
মেলে দেখি চোখ
ফ্রেম বন্দি আকাশে আটকে আছে তোমার আলেখ্য।।
________________________
______________ বাকী অরিন্দম