হাসা হাসিতে মন ভাল থাকে । হাসাহাসি স্বাস্থ্যের জন্যে ভাল


বহুকাল আগে আমার বাড়ির পাশের বাড়ির পাশের বাড়িতে বাস করিত এক গন্ড বোকা লোক । সে ছিল একেবারেই মহা বোকা । তো তার মা তাকে বিবাহ করাইল । তবে তার ভাবনা হইল, তার ছেলে তো মহা বোকা । কি জানি শ্বশুরবাড়িতে যাওয়ার সময় কি করে

ছেলে শ্বশুরবাড়ি যাওয়ার সময় মাকে জিজ্ঞাসা করিল, কি নিয়া যাব , বল না মা ? মা এমনিতেই তাকে নিয়া বড় ভাবিতেন । এই কথায় বিরক্ত হইয়া বলিলেন , ঘোড়ার ডিম নিয়া যা ! মায়ের কথা শুনিয়া সে বাজারে গেল । গিয়া দোকানদারকে জিজ্ঞাসা করিল, ও ভাই , আপনের দোকানে ঘোড়ার ডিম আছে ? দোকানদার তো মনে মনে বলিল, পাইছি একখান...মনের মতন ! সে বলিল, হ্যাঁ হ্যাঁ...আছে । পাশেই ছিল ইয়া বড় এক মিষ্টি কুমড়া । দোকানদার ঐটা দেখাইয়া দিল...এই যে ঘোড়ার ডিম । সে বহুত টাকা দিয়া কিনিয়া শ্বশুরবাড়ি চলিল ।হঠাৎ এক গাছের নিচে ক্লান্ত হইয়া ধপপাস করিয়া বসিয়া পড়িল । কুমড়াটা রহিল পাশে । আর পাশেই ছিল জঙ্গল । বেচারা তন্দ্রা মতন আসিয়াছিল । ঝোপ হইতে এক শেয়াল মামা বাহির হইয়া তার কুমড়াটা মুখে লইয়া দে দৌড় ........! বেচারা শব্দ শুনিয়া তাকাইয়া দেখে কিছু একটা তার কুমড়ার লগে লগে যায়....! সে ওমনি চিল্লাইতে চিল্লাইতে পেছন পেছন দৌড়.....আমার ঘোড়ার ডিমের বাচ্চা হইছে....!!!
