৩) মাঝে মাঝে তব দেখা পাই (২০১৬)
২) ঘাতক (২০১৫)
১) নীল নির্বাসন ( ২০১৪)
ঘাসফুলের প্রকাশক মাহাদী আনাম ভাই জানালেন এবার ঘাসফুলের স্টল সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি দু' দিকেই থাকছে। সোহরাওয়ার্দীতে ঘাসফুলের স্টল নং-১৩৭। বাংলা একাডেমির ভেতরে ঘাসফুলের দেখা পাওয়া যাবে লিটল ম্যাগ চত্বরে। মাঝে মাঝে তব দেখা পাই'র দেখা পেতে হলে হানা দিতে হবে ঘাসফুলের স্টলে।
এছাড়া অমর একুশে বইমেলা ২০১৫ তে প্রকাশিত হয়েছিল 'ঘাতক' উপন্যাসটি। ঘাতক পেতে হলে যেতে হবে জাগৃতি প্রকাশনীর স্টলে। স্টল নং-১৭৩-১৭৪-১৭৫।
নীল নির্বাসন উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ২০১৪ বইমেলায় নন্দিতা প্রকাশ থেকে। এই উপন্যাসটির কপি দুষ্প্রাপ্য। ২০১৫ বইমেলায় অনেকেই নন্দিতার স্টলে গিয়ে বইটি পায়নি। এবারও পাওয়ার সম্ভাবনা নেই।
হ্যাপি রিডিং

সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫