"নামহীন অনুভুতি"
মাঝ রাতে যদি খুব একাকী লাগে
তুমি তো আত্মকেন্দ্রিক বোধহীন এক দেহ !!
একাকীত্বে একাকী নিরবতা
তীব্র ভালোবাসা, বুকের গহীনে লুকিয়ে থাকা বিষণ্ণতা।
হাত পা ছুড়াছুড়িতে ফিরে পাওয়া শারিরিক সঞ্চালতা
মাঝে মাঝে হৃৎপিণ্ডটা বড্ড জোরে স্পন্দিত হয়
অন্য সময় খুব ধীর লয়ে,
ধীর লয়ে যেমন ভাঙ্গতে থাকে নদীর পাড়
একসময় বিলীন হয়ে সমগ্র দেশ নদী-গর্ভে
এভাবেই হয়তো ফিরে যেতে হয়, হারিয়ে যায়।
আশ্বিনী বাতাসে ছুটে আসা লক্ষাধিক জীবাণু
স্ববংশে নিঃশ্বাসে ঢুকে পড়ে দেহে
টানা দিন কয়েক ভুগতে থাকা জ্বর নিয়ে
ছুটে যাই ঐ বাতাসের মাঝ দিয়ে।।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩৮