এমন অনেক ব্যাপার থাকে গভীরভাবে জানতে নেই
এমন অনেক আঁধার থাকে হঠাৎ আলোয় টানতে নেই
মিলবে শেষে এমন আশায় সকল হিসেব কষতে নেই
থাকনা কিছু পোড়ো জমি সকল জমিই চষতে নেই
দুখের দিনে যেজন পাশে এমন দুহাত ছাড়তে নেই
যাচ্ছে যেজন পেছন ফিরে তার পানে হাত নাড়তে নেই
মানব-জীবন দুখের নদী এক নায়েতে ভাসতে নেই
মিথ্যে আশার ছলাকলায় দু চোখ বুঝে ফাঁসতে নেই
চোখের কোনে অশ্রু এলেই ঝরঝরিয়ে ফেলতে নেই
দখিন হাওয়ার ফাগুন এলেই হৃদয় ডানা মেলতে নেই
মনের কথা মুখে এলেই ফস করে তা বলতে নেই
পথ যতটাই হোকনা চেনা দুচোখ বুজে চলতে নেই
অনেক রকম না এর ভিড়ে জীবনটা নয় সূক্ষ্ণ খুব
মনন-মগজ সাফ না হলে জীবনটাতে দুঃখ খুব।