>> ভাইয়া আমি আজ একটা ট্র্যাক বারবার শুনতেছি

আমার তখন গান শুনার মুড ছিলনা, তারে বললাম 'কার গান?' হেয় কয় সেরিল কোল, সাথে চোখ টিপার ইমো!
আমি তার লগে ফান করার জন্য বলি, ' হেই কি এশলি কোলের বইন নাকি জো কোলের বউ?'
আমার কাজিন আমারে লিখল 'ROFL' ! আমি মদনার মতন কতক্ষণ স্ক্রিনের দিকে তাকায়া থাইকা তারে কই, 'তোমার ROFL এর শানে নুযুল তো আমি বুঝি নাই। আমি আসলেই জানিনা সেরিল কোল কেডা।'
ভাবতেছিলাম এইবার বুঝি হাডুর সমান চোড বইনের কাছে নিজের মান-ইজ্জত যায়। জাউগ্গা ততক্ষণে আমি গুগল কইরা নিজে নিজেই থ! আমি মনে করছিলাম সে এশলি কোলের বইন হইব, একন দেখি সে তার বউ (তখন ছিল)!
যাউগ্গা, আমি শেরিল কোল'র সেই গান শুনিনাই। যদিও কাজিনরে কইছি, অসাম!
আমার এই প্যাচার ঝাড়ার একটাই কারণ, সেইদিন দুইটা নাম শুনছিলাম কাজিনের কাছে। একটার কথা কইছি, অন্য নামডা হইল ক্যাটি পেরি।
আহ! এইখানেও নামের রহস্য! নামডা হুনলে কেমন যেন লাগে। ক্যাটি, ক্যাটি থেকে কিটেন, কিটেন থেকে পুসি

গুগল করলাম, ফডুও মাসাল্লা

এইবার তারে জোরে জোরে কইতে ইচ্ছে করতেসে, পুসি(ক্যাটি) আমি তোমার পাংখা হয়া গেলাম

এরপর অনেক শনিবার গেছে........... পুসি(ক্যাটি) প্যারির গানও আর শুনা হয়নি........
এই সেদিন কুইন এর লাইভ দেখতেছিলাম ইউটিউবে। ওরে সাংঘাতিক, ফ্রেডি মার্কারি'র গানের সাথে দেখি পুসি(ক্যাটি) প্যারিরও একডা গানও আছে!
ক্লিক করেই জীবনের সেরা ভুলডা করলাম। মেহেদির অনুষ্ঠানে বরের ভাই বা কনের এক্স স্পেসাল রিকোয়েস্টে বাচ্চুর সেই তুমি গাইলে স্পিকারে যেইরাম নয়েজ আসে ঠিক সেইরাম পুসি(ক্যাটি) প্যারির ভয়েস। বিশ্বাস না হয় দেখেন............
এইবার ফ্রেডি মার্কারির গাওয়া কুইন ব্যান্ডের লাইভ 'ডোন্ট স্টপ মি নাউ' দেখেন.......
এইডা পুরাই ননসেন্স....... এমন একজন শিল্পী যার লাখ লাখ তরুণ ভক্ত সে কিনা চ্যাছড়ার মত একটা মাস্টারপিস কে বলাৎকার করে! ক্যাটি পেরি-মিলা-শেরিল কোল ভক্তগণ এই চ্যাচড়ামির পক্ষে কোন যুক্তি থাকলে দিয়া যান..........

এইবার দেখেন কুইন এর বোহেমিয়ান রেপসোডি কে বলাৎকার করল পিংক

কুইন এর বোহেমিয়ান রেপসোডি'র লাইভ দেখুন এবার.......
এবার দেখুন বোহেমিয়ান রেপসোডি'র চমৎকার একটি কভার, পুরা বেনামি সিংগার..........
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ৩:১১