
ব্রেকিং নিউজঃ
>মেশিন ম্যানের অত্যাচারে রিটায়ার করলো চাঁদের বুড়ি। চন্দ্র সমাজে নিন্দার ঝড়!

>মেশিন ম্যানের অত্যাচারের প্রতিবাদে বুধবার ও বৃহস্পতিবার চাঁদে কাল সন্ধ্যা হরতাল।
>ঘুম পাড়ানি গানের তালিকা থেকে "আয় আয় চাঁদ মামা...টিপ দিয়ে যা... (!!)" এই গান বাদ।
>'তোমাকে চাঁদের মত সুন্দর লাগছে' এই জাতীয় ডাইলগ দেওয়ার কারনে সারা দেশে ১৫০০+ প্রেমিকের দাঁত ভেঙ্গেছে প্রেমিকারা...আরও হাজার পাঁচেক ব্রেকআপ!
>'বাংলাদেশ গৃহ বধু কল্যাণ ফাউন্ডেশন (বাগৃবকফা)" থেকে স্বামীদের জন্য হুঁশিয়ারি! চাঁদের সাথে তুলনা করলে "জ্বলবে আগুন ঘরে ঘরে" (উল্লেখ্য চুলার আগুন বন্ধ থাকবে)। এখন থেকে বউদের কানে কানে স্বামীদের নিজ কণ্ঠে গভীর রাতে ২বার করে "চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা" এই গান শোনাতে হবে।
এবার ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবরঃ
>গতরাতে স্পেস টেলিস্কপে কিছু একটা দেখে লজ্জাতে পদত্যাগ করেছে নাসার বেশ কয়েক জন গবেষক। সাথে চারেদিকে গুজব এই চাঁদের পেছনে কোটি কোটি ডলার খরচ করার অপরাধে সরকার নাসার বিরুদ্ধে কঠোর বেবস্থা নিতে যাচ্ছে।
বিডি ফুড খেলার খবরঃ
>ফুটবল পূর্ণিমার চাঁদের মত দেখতে বলে ফুটবল খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন "ভাই-ব্রাদারস্ ইউনিয়নের" স্ট্রাইকার মখলেস আলি।
