আজমেরী- তোমার কি বেঁচে ওঠা হবেনা বোন?
কয়েকদিন অসুস্থ ছিলাম, সাথে পরীক্ষা চলছিলো। আপডেট দিতে একদিন লগইনও করছিলাম, অসুস্থতার দরুণ লগইন হয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আজ দুপুরে রাতমজুরদা জানালেন স্টিকি থেকে পোস্ট সরে গেছে। যারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন, তাঁদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
এর মধ্যে শুধু হাতে পেয়েছি ব্লগার রাব্বি !'র ১০,০০০ টাকা। মোট উঠেছে- ২৪২২৯৪ বাকি এখনো ৫৭৭০৬ টাকা। ইনশাল্লাহ উঠে আসবে আপনাদের সহযোগীতায়।
এর মধ্যে ব্লগার স্বপ্নমগ্ন ফারজানা, ডাঃ কদম আলী(ডিগ্রি নাই), ও নাম না জানা এক ব্লগার ফোন দিলেও কিছু টাকা যোগাড়ে আমার অপারগতার জন্য আমি তাঁদের কাছ থেকে পরে টাকা নিবো বলে জানিয়েছি।
এর মধ্যে অনেক ব্লগারই ফোন করে খোঁজ খবর নিয়েছেন, সাহায্য করবেন বলে জানিয়েছেন, তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ। পরবাস, সরল মানুষ, গরম কফি, পাপী০০৭, সাইফ সামির, নিজর্ন, ভাইটামিন বদি, স্তব্ধতা, ত্রেয়া, লালসালু, সমুদ্রকন্যা, প্রবাসী রনি, হোসাইন১৯৫০, মাহমুদ েহােসন, নীল আকাশের দুঃখ, বেলের কাঁটা, পাহাড়ের কান্না, অবাক বিস্ময়, স্তব্দ্ধতা, শয়তান, সিষ্টেম ইন্জিনিয়ার, হাসান মাহমুদ (ফতেমোল্লা), শ্রাবণ এর বৃষ্টি, ফজলে রাববী, তারা ১২৩, আনিসুর র সহ নাম জানা ও না জানা অনেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, ফোন দিয়ে সাহস দিয়েছেন এবং টাকা যোগাড়ে সাহায্য করেছেন। এদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না, শুধু এতটুকু বলবো, আপনারা আছেন বলেই পৃথীবি এখনো কক্ষপথে ঘোরে।
এর মধ্যে চিটাগাং স্যানমার সিটিতে বক্স রাখার জন্য সাইফ সামির ও পাপী০০৭ যোগাযোগ করেছেন। ওখানে একটা বক্স আগে থেকেই ছিলো বলে একটু দেরী হচ্ছে। মাস খানিকের মধ্যে ওখানে আজমেরীর জন্য বক্স বসবে একমাসের জন্য। টাকা চিকিৎসা পরবর্তী ওষুধের জন্য তোলা হবে। প্রতি মাসে প্রায় ৪০০০-২০০০০ টাকার ওষুধ লাগবে-নিল আকাশের দুঃখ
আজমেরী ভালো ও সুস্থ আছে। নিয়মিত করা রিপোর্ট গুলোয় ওর শারীরিক অবস্থা ক্রমশঃ ভালোর দিকে বলে ডাঃ জানিয়েছেন। এই সময়ে প্রতিদিন প্রায় ২০০০ টাকার মতো ওষুধ লাগছে। আশা রাখি সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত তাকে আমরা হেল্প করে যেতে পারবো। বোন আমাদের হাসবে আবার উজ্জল আগামীর সম্ভাবনায়।
কাল বইমেলায় দাঁড়াতে চাই, কেউ কি পারবেন সাথে থাকতে? পারলে দয়া করে আমাকে একটা ফোন দিন- ০১৯১৩২২১৪৪৮।
আসুন গেয়ে উঠি জীবনের জয়গান, বোনকে পাশে নিয়ে এগিয়ে যাই অমিত সম্ভাবনার দিকে...