আজ মাহমুদা সোনিয়া নামে একজন ব্লগার একটি চমৎকার ব্লগ লিখেছেন । সেই লেখার সুত্র ধরে একজন নতুন ব্লগার হিসেবে আমিও কিছু বিষয় বলতে চাই ,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কিছুদিনের মধেই সামু ব্লগের সাথে পরিচিত হই । বেশ কিছুদিন অতিথি হিসেবেই ছিলাম। পরে মনে হল নিজের সপ্ন , চিন্তা মুক্তমত প্রকাশের জন্য ব্লগের মত চমৎকার মাধ্যম আর নেই । আর সপ্ন বা চিন্তাকে শৃঙ্খলিত করা কঠিন । তার পরও কিছু বিষয় আমাদের সবার একটু মনে রাখা উচিত । যেমনঃ
১) ভাষার ব্যবহারঃ
কিছু ব্লগার অত্যন্ত নিকৃষ্ট ভাষা ব্যবহার করেন । এই ধরনের ভাষা ব্যবহারকারী ব্যক্তিকেই ছোট করে ।প্রথমে ব্লগে এসে আমি খুব আহত হয়েছিলাম এ ধরণের ভাষা দেখে । বিতর্ক করার জন্য পোশাখহীন নির্লজ্জ ভাষা নয় বরং মার্জিত তীক্ষ্ণ যুক্তিই যথেষ্ট ।
২) অমুক ব্যান, তমুক ব্যানঃ
খুব যুক্তি সঙ্গত কারনেই আমরা বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মতাদর্শে বিশ্বাসী। আর এজন্যই বিতর্ক তৈরি হয় । আর বিতর্ক হয় বলেই কিন্তু সৃজনশীলতার বহিঃ প্রকাশ ঘটে । সুতরাং কেউ একজন অন্য মতালম্বি হতেই পারে । যতক্ষণ পর্যন্ত সে যুক্তিতে কথা বলছে ততক্ষণ পর্যন্ত বিতর্ক চলতেই পারে।
৩) ধর্মঃ
আমরা ছোট বেলা থেকেই যে বিশ্বাস ধারণ করি, বা যে আচার অনুষ্ঠান পালন করি স্বভাবতই তা আমাদের অস্তিত্বতে মিশে গিয়ে আমিত্বকে ধারণ করে । প্রত্যেকের ধর্মই তাদের কাছে প্রিয় । নাস্তিকদের ও নিশ্চয় ই কোন বাক্তিগত ব্যাখ্যা আছে তাদের অবিশ্বাসের বিষয়ে । কিন্তু ইদানিং কিছু নাস্তিক সস্তা জনপ্রিয়তার লোভে ধর্মগুলকে বিশেষ করে ইসলাম ধর্মকে নিয়ে বীভৎস কথা লিখছে যা মেনে নেওয়া কঠিন । অন্নের বিশ্বাস যা-ই হোক না কেন তা নিয়ে অহেতুক টানা হেঁচড়া করা থেকে বিরত থাকা উচিত ।
এখানের ব্লগাররা সবাই শিক্ষার মননশীল আলোতে আলোকিত । কোন ক্ষেত্রেই উগ্রপন্থা ভাল নয় এবং উগ্রপন্থায় কোন সমাধান ও আসে না । তাই লেখার সময় অপরের অস্তিত্তের প্রতি সম্মান রাখা উচিত ।
অসীম সম্ভাবনার এই ব্লগকে এবং সেই সাথে নিজেকে আরও সম্পূর্ণ করে নেওয়ার সুযোগের দুয়ারে সিনিয়র জুনিয়র সব ব্লগারকে স্বাগতম ।