আছসালামুআলাইকুম,
স্যার,
*ন্যাচারাল গ্রুপের ন্যাচারাল পূর্বাচল সিটি প্রজেক্টের মাঝে ৩কাঠা,৫কাঠা,৭কাঠা,ও ৮কাঠা,সাইজের প্লট এক কালীন নগদমূল্যে ক্রয়ে,৭২ঘণ্টার মাঝে রেজিস্ট্রেশন।তাছারা ২০%ডাউন্টপেমেন্ট ক্রয়ের সুবিধা,অথবা কোনপ্রকার ডাউন্টপেমেন্ট ছাড়া শুধু মাত্র মাসিক কিস্তি (৪৯৯৯/- পার কাঠা) হারে প্লট বিক্রয় করা হচ্ছে।এ সুযোগ সীমিত সময়ের জন্য।
*লোকেশন*
আমাদের প্রজেক্টায় যাতায়াতের অনেক সুবিধা ।আপনারা সকলে যাত্রাবাড়ী চিনেন,বর্তমানে যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজ চলছে,
যাত্রাবাড়ী থেকে একটু সামনেই কাঁচপুর ব্রিজ কাঁচপুর ব্রিজ থেকে সামান্য সমানেই মদনপুর মোর বা চৌরাস্তা,যেখান থেকে একটা রাস্তা সোজা চলে গেছে চট্রগ্রামে যাকে আমরা ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে বলে থাকি ,একটা রাস্তা চলে গেছে নারায়নগঞ্জ সদর বা বন্দর,আর বামদিকের রাস্তাটা হল আমাদের প্রজেক্টে যাওয়ার রাস্তা,তার মানে আপনি মদনপুর মোর থেকে একটু এগুলেই আমাদের ন্যচারাল গ্রুপের বিশাল প্রজেক্ট দেখতে পাবেন,৮সিসি পিলারের করা বিশাল বিশাল সাইনবোড যা ৩০০ ফিট প্রশস্ত প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে রাস্তার পাশে আমাদের প্রজেক্টকে ঘেঁষে গাড়ি আশা যাওয়া করছে।বর্তমানে এই রাস্তা দিয়ে আপনি সোনারগাঁও হয়ে বগুড়া তথা উত্তর বঙ্গ যেতে পারবেন।
Contract
K,m,m,k, Shamrat
Sr,Executive Marketing & Sales
Natural roup
Mbile no- 0176437834
Email:-shamratakbar93@gmail.com
সিনিয়র মার্কেটিং এক্সজিউকিটিব
ন্যাচারাল গ্রুপ,
৭৫ সিদ্ধেশরী সার্কুলার রোড মালিবাগ ঢাকা-১২১৭
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০