কিছুদিন যাবত ব্লগ,ফেইসবুকসহ মিডিয়ায় ইসলামী ব্যাংক নিয়ে নানা কথা শোনা যাচ্ছে।তারা নাকি জামায়াত তোষণ করে,জামায়াতের অর্থের মূল উৎসও নাকি তারাই।তাছাড়া প্রতিদিনই নিত্য নতুন থিউরী বের হচ্ছে কিভাবে এই ব্যাংক বন্ধ করা যায় সেই বিষয়ে।ভাবখানা এমন যে,সবাই এক একজন অর্থনীতিবিদ হয়ে গেছেন।ডঃ মুহম্মদ ইউনুস অর্থনীতিবিদ হয়েও শান্তিতে নোবেল পেয়ে দেশের যে অপমান(


ইসলামী ব্যাংক বন্ধের পিছনে যেসব যুক্তি দেখলাম,তার মধ্যে বড় একটা যুক্তি হচ্ছে,এই ব্যাংক চরম সাম্প্রদায়িক।সারা দেশে এর এমন একটা ব্রাঞ্চও নেই যেখানে কোনো হিন্দু,বড় কোনো পদে চাকুরী করে।অতি সত্য কথা।তাই আমি ইসলামী ব্যাংকের হয়ে কোনো সাফাই গাইবো না।আমার আলাপ অন্য বিষয়ে।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে একটা ব্যাংক আছে বাংলাদেশে।দেশে এই ব্যাংকের নামও খুব একটা শোনা যায়না।তবে সবার জ্ঞাতার্থে জানাচ্ছি,এটা ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক।আমাদের দেশে এই ব্যাংকের ৮টি ব্রাঞ্চ আছে।ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী,খুলনা ও সিলেটে।ঢাকায় আছে ৩টি আর চট্টগ্রামে আছে দুইটি ব্রাঞ্চ।রাজশাহী,খুলনা আর সিলেটে আছে একটি করে ব্রাঞ্চ।তবে অবাক করা তথ্য হচ্ছে এই ব্যাংকের সব শীর্ষ পদেই আছেন হিন্দু লোকজন।প্রতিটা ব্রাঞ্চের ম্যানেজারই হিন্দু।আরো বড় পদগুলির কথা না হয় নাই বললাম।৯০ ভাগ মুসলমানের দেশ,বাংলাদেশে ব্যবসা করছে,অথচ বড় পদগুলোতে কোনো মুসলমান নেই,অবাক করা বিষয় বৈকি।এই ব্যাংকে যারা টাকা রাখেন তারাও প্রধাণত হিন্দু।আগের হিসেব মত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও কিন্তু একটি সাম্প্রদায়িক ব্যাংক।
এখন প্রশ্ন হচ্ছে,স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মত একটা ব্যাংক বাংলাদেশে ব্যবসা করছে,কেনো??বাংলাদেশ কি ব্যাংকিং ব্যবসার জন্য খুব লাভজনক জায়গা??খোজ করলে দেখা যাবে,এই ব্যাংকের গ্রাহক সংখ্যা বাংলাদেশের যেকোনো তৃতীয় শ্রেনীর ব্যাংকের চেয়েও কম।কিন্তু ব্যবসার আড়ালে এই ব্যাংকটির প্রধাণ কাজ ইন্ডিয়ায় টাকা পাচার করা।বাংলাদেশে এমন অনেক লোক আছেন,যারা ধর্মীয় ও নানাবিধ কারণে এইদেশে নিরাপত্তা বোধ করেননা।প্বার্শবর্তী দেশের প্রতি তাদের ভালোবাসারও কমতি নেই।তাদের মধ্যে অনেকের সুপ্ত স্বপ্ন থাকে,শেষ বয়সটা ভালোবাসার মাটিতেই কাটাবেন।তাই জীবনের সঞ্চয়গুলো সেই দেশের ব্যাংকেই জমা রাখেন।
সবাই যে তেমন করেন তা বলছি না।ধর্মীয় কারণে যে সবাই সেই ব্যাংকের প্রতি অনুরক্ত,তাও না।তারপরও উল্লেখযোগ্য একটা অংশ যে এই কাজ করে থাকেন তা বলার অপেক্ষা রাখেনা।শুধু এই এই একটি ব্যাংক না,ইন্ডিয়ান অন্য যেসব প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করছে,তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।প্রতিটা প্রতিষ্ঠানেই এক চিত্র।
আবার ইসলামী ব্যাংকের কথায় ফিরে আসি।এটি দেশের একটি শীর্ষস্থানীয় ব্যাংক।বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার এই সময়ে দেশের অর্থনীতি ঠিক রাখার পিছনে আমাদের ব্যাংকিং নীতির গুরুত্ব ছিল অনেক।সেইক্ষেত্রে অন্যান্য ব্যাংকগুলোর সাথে সাথে ইসলামী ব্যাংকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।শুধু প্রতিহিংসার বশে যদি দেশের প্রথম সারির এই ব্যাংকটি বন্ধ করে দেয়া হয়,তবে দেশের অর্থনীতির জন্য যে,তা খুব একটা ভালো হবে না,সেটা বলাই বাহুল্য।তাই সবাইকে অনুরোধ করব,কোনো কাজ করার আগে ভেবে দেখার জন্য,যাতে পরে আফসোস করতে না হয়।