বিপিএল এর উদ্বোধোনী অনুষ্ঠান দেখতেসিলাম।গত কিছুদিন যাবত এই ইস্যুতে ব্লগ,ফেইসবুক গরম।বিপিএলে পাকিস্তানী প্লেয়াররা আসতেসে না।খুব ভালো কথা।পাকিস্তানীরা ৭১ সালে আমাদের সাথে যা করসে,তাতে ওদের উপর আমাদের রাগ থাকারই কথা।কিন্তু মানুষের রি-অ্যাকশন দেইখা মনে হইতেসে যে,বিপিএল থেকে পাকিস্তানী খেদায়া দেশ নতুন কইরা স্বাধীন হইল।তাও ভালো,কিছু লোক তো কল্পনার রাজ্যে হইলেও নতুন দেশ পাইল।কিন্তু একি!!!সদ্য স্বাধীন দেশটা কার হাতে তুলে দিলি???ইন্ডিয়ানদের হাতে!!!আজকে বিপিএলের অনুষ্ঠান দেখে তো তাই মনে হইতেসে।অথচ এই নাকবড় ইন্ডিয়ানরা শুরু থেকেই বিপিএল বর্জন করসিল।বাংলাদেশে খেলতে আসলে ওদের বড় নাকে সর্দি হবে।তাই ওরা এই দেশে আসেনা।কিন্তু ওই দেশ থেকে বাঈজী এনে না নাচালে আমাদের দেশপ্রেম পূর্ণতা পায়না।এমনকি আমাদের দেশের শিল্পীরাও হিন্দী গান ছাড়া অন্য গান গাইতে লজ্জা পান।আচ্ছা রুনা লায়লার কি ওই "মাস্ত কালান্দর" ছাড়া অন্য কোনো গান জানা নাই???সব অনুষ্ঠানে কি এই গানটাই গাওয়া বাধ্যতামূলক??তবে এই গানটার সময় ভালোই নাচানাচি দেখলাম।উর্দু আর হিন্দী গান শুনলে নব্য দেশপ্রেমিকদের দেশপ্রেম উপচে উঠে কিনা।দেশপ্রেমের শুরুটা ভালোই হল,বলতে হয়।শেষটাও খারাপ হবে বলে মনে হয়না।কারণ মাঠে আধো হিন্দী,আধো বাংলা,আধো ইংলিশ নিয়ে সীমা চৌহান তো থাকবেই।বোনাস হিসেবে চিয়ারলিডার্স!!!আর কি লাগে???লে বাবা তোর এখন নাকে তেল দিয়া দেশপ্রেম কর।ওরে পাগলা হিন্দী গান শুনা যায়রে।সব দেশপ্রেমিক হয়ে গেছে,আমারে তোরা বাঁচা।আমি দেশপ্রেমিক হইতে চাইনা।যেমন আছি,ভালো আছি।
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নব্য দেশপ্রেমিকদের দেশপ্রেমের মহড়া


বডি সোহেলের মন ভালো নেই !
আমাদের জাতীয় নেতাদের বংশধরেরা বড়ই অদ্ভুত জীবন যাপন করছেন। তাদের বাপ চাচাদের মধ্যে মত-বিরোধ থাকিলেও একে অপর কে জনসম্মুখে অপমান করেন নাই। এক্ষেত্রে নেতাদের প্রজন্ম পূর্বপুরুষ দের ট্রাডিশন ধরে রাখতে... ...বাকিটুকু পড়ুন
পত্রিকায় লেখা প্রকাশের ই-মেইল ঠিকানা
যারা গল্প, কবিতা, সাহিত্য, ফিচার বা কলাম লিখতে আগ্রহী, তাদের জন্য এখানে বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকীয় পাতা, সাহিত্য পাতা ইত্যাদির ই-মেইল ঠিকানা দেওয়া হলো। পত্রিকায় ছাপা হলে আপনার... ...বাকিটুকু পড়ুন
সেনাবাহিনীর কতিপয় বিপথগামী কর্মকর্তার দায়ভার কি সেনাবাহিনী নেবে? তাদের সমালোচনাকে অনেকে সেনাবাহিনীর সমালোচনা মনে করছে কেন?
বাংলাদেশের সেনাবাহিনী এখনও আমাদের জন্য গর্ব এবং আস্থার জায়গা। কারণ দুর্নীতির এই দেশে একমাত্র সেনাবাহিনীই সেই প্রতিষ্ঠান যার আন্তর্জাতিক এবং জাতীয় সুনাম এখনও আছে। কতিপয় বিপথগামী কর্মকর্তার... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ: মৃতদেহ সৎকার এবং সঙ্গীতসৎকার....
প্রসঙ্গ: মৃতদেহ সৎকার এবং সঙ্গীতসৎকার....
কথা সাহিত্যিক শরতচন্দ্র চট্টোপাধ্যায় বহু বছর আগে তার “শ্রীকান্ত” উপন্যাসে ইন্দ্রকে দিয়ে সর্বকালীন এবং সর্বজন গৃহীত একটি উক্তি করিয়েছিলেন, সেটি হলো,- ”মরার আবার জাত কি”!
মৃতদেহ সৎকার... ...বাকিটুকু পড়ুন
গল্প: শেষ রাতের সুর (পর্ব ২)
রাফি সাহেবের পড়ে যাওয়ার খবর গ্রামে ছড়িয়ে পড়ল দ্রুত। সকালের মিষ্টি রোদ গাজীপুরের এই ছোট্ট গ্রামে যখন পড়ছে, তখনই কাজের লোক রহিমা দরজা ভেঙে ভেতরে ঢুকল। সিঁড়ির নিচে রাফি সাহেব... ...বাকিটুকু পড়ুন