আরো একটি বিপিএল সমাগত।আজকে তার নিলাম অনুষ্ঠিত হচ্ছে।বাংলাদেশ ক্রিকেটে খুব বড় কোনো শক্তি না।তারপরও "বাংলাদেশ প্রিমিয়ার লীগ বি.পি.এল." বাইরের দেশগুলোতে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে।এটা বলার অপেক্ষা রাখে না যে,শুধু বাংলাদেশি খেলোয়াড়রা খেল্লে বি.পি.এল. এতোটা জনপ্রিয়তা পেতনা।আর বিদেশি খেলোয়াড়দের মাঝে,৯০ ভাগই ছিলেন পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিসের খেলোয়াড়।ইন্ডিয়া তাদের খেলোয়ারদের বি.পি.এলে খেলার অনুমতি দেয় নাই।এমনকি অন্যান্য দেশ থেকেও খুব বেশি খেলোয়াড় আসে নাই।
বি.পি.এল সম্পূর্ণই একটি ব্যবসায়ীক টুর্ণামেন্ট।এখানে যারা দল কেনেন তাদের আসল উদ্দেশ্যই থাকে ব্যবসা করা।দেশপ্রেমের বিষয় এখানে নগণ্য।আমি তাদেরকে দোষ দেইনা।এত টাকা লগ্নি করার পর,সবাই ব্যবসার কথাই ভাববে।তাইতো বাংলাদেশের মত রক্ষনশীল দেশেও চিয়ারলিডারদের নাচে গ্যালারী মাতে,বি.পি.এলের সময়।যা কোনোভাবেই আমাদের সংস্কৃতির সাথে যায় না।যুদ্ধাপরাধীর পরিবার বিপিএলে দল কেনে।মধ্যরাতে বিজয়ী দল উদ্দাম উল্লাস করে।মদ ছিটিয়ে উৎসব করে।খেলোয়াড়দের বাহুলগ্না হয়ে অর্ধনগ্ন ললনারা ঘুরে বেড়ায়।তখন আমাদের খারাপ লাগে না।বরং দেখতে ভালই লাগে।এটাই ত আধুনিকতা,তাইনা???
সবকিছুই আমরা মেনে নিতে পারি।সবকিছুই আমারা সহ্য করতে পারি।কিন্তু সহ্য করতে পারিনা পাকিস্তানী খেলোয়াড়দের বিপিএলে খেলা।বিপিএলের সাথে আমরা ১৯৭১ কে টেনে আনি।কিন্তু আমাদের বুঝতে হবে,বিপিএল শুধুই একটা ব্যবসায়ীক টূর্নামেন্ট।বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই এমন একটি টূর্নামেন্ট আয়োজন করে।
ব্যবসা ব্যবসাই।এখানে দেশপ্রেমকে টেনে আনা ঠিক না।তাইতো স্বাধীনতার মাত্র ৩ বছর পর,১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে ব্যবসায়ীক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেন।এটি ছিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত।উভয় দেশই এতে লাভবান হয়েছিল।আমরা এখন হরহামেশাই পাকিস্তানী পন্য ব্যবহার করি।কিন্তু যত সমস্যা পাকিস্তানি খেলোয়াড়দের বিপিএলে খেলা নিয়ে।আমি যতটুকু জানি,বাংলাদেশি ক্রিকেটের জন্য খারাপ হয়,এমন কোনো কাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড করে নাই।তারপরও বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলা নিয়ে এতো বিতর্ক কেন??
বিতর্কের কারণ হিসেবে অনেকে হয়তো ১৯৭১ কেই বলবেন।কিন্তু ৭১ এর পর অনেকগুলো বছর কেটে গেছে।সকল বিষয়েই পাকিস্তানের সাথে এখন বাংলাদেশের সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।তাহলে শুধু এই একটা বিষয়ে আমরা কেনো পরস্পরকে সাহায্য করব না???যদি পাকিস্তানকে বয়কট করতেই হয় তো সব বিষয়েই করা উচিত।তা যদি না করা যায়,তাহলে শুধু ক্রিকেটে অসহযোগিতা করে লাভ কি??পাকিস্তান ক্রিকেটে একটি প্রতিষ্ঠিত শক্তি।বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ একজন পাকিস্তানি।এমনকি আগামী জানুয়ারীতে বাংলাদেশ দল পাকিস্তান যাচ্ছে,সেই দেশের বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট চালু করতে।
যারা বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলতে দেয়ার বিপক্ষে,তাদের অনেকেই নব্য দেশপ্রেমিক।শীতকালে যেমন পাগলদের পাগলামী বাড়ে,ডিসেম্বর মাসে এদের দেশপ্রেমও জেগে উঠে।এই উথলে উঠা দেশপ্রেমের জোয়ারে ব্যতিব্যস্ত হয়ে এরা তখন,যা ইচ্ছা তাই বলে বেড়ায়।কিন্তু দেশের কিসে ভালো হবে তা বুঝেনা।বিপিএল একটি ব্যবসায়ীক টুর্ণামেন্ট।সকল দেশের খেলয়াড়দের জন্যই তা উন্মুক্ত।তাই পাকিস্তানীরা যদি খেলতে আসে,আসুক।তাদের বাঁধা দেয়ার কিছু নাই,কোনো যুক্তিও নাই