
আগের পর্বগুলিঃ
(১) ..:: ভালবাসার চারাগাছ - কেবলই সূচনা ::..
(২) ..:: ভালবাসার চারাগাছ - না বলা কথাগুলো (১) ::..
(৩) ..:: ভালবাসার চারাগাছ - না বলা কথাগুলো (২) ::..
(৪) ..:: ভালবাসার চারাগাছ - অপেক্ষার মধ্যরাত ::..
============================
..::ভালবাসার চারাগাছ- কষ্ট প্রহর::..
============================
(৫)
...বুকের মধ্যে যেন একটা ধাক্কা খায় ছেলেটি। সম্ভাব্য আশংকায় মলিন হয়ে যায়। তবে কি তাকে না পেয়েই হারাতে চলেছে ছেলেটি? এ কি দুঃস্বপ্ন....
মাথার মাঝে সবকিছু এলোমেলো হয়ে ঘুরপাক খেতে থাকে।
- 'কি হলো?'
- 'হ্যা আছি বল।' মেয়েটির ডাকে সম্বিত ফিরে পায় ছেলেটি। কোনমতে নিজেকে সামলে নেয়।
- 'তুমি কেন আগে আসলে না। কেন?'
ছেলেটি চুপ করে থাকে। বুকের মাঝে কান্না গুমরে উঠে।
- 'আমার কেউ একজন ছিল।' চাপা কন্ঠে বলে মেয়েটি।
- 'হুম, বল। কে সে?'
- 'ওর নাম লিয়ন।'
- 'ও।' মনে মনে নিজের ভাগ্যের মুন্ডুপাত করতে থাকে কিন্তু লিয়নের সৌভাগ্যকে একটু হিংসাও হতে থাকে।
- 'লিয়ন আমার বেস্ট ফ্রেন্ড এর বয়ফ্রেন্ডের বন্ধু।'
- 'ও । আচ্ছা তুমি ছিল বলছো, এখন কোথায় লিয়ন?'
- একটু নিরবতার পর মেয়েটি একটু ঝাঝাঁলো কন্ঠে উত্তর দেয়, 'মারা গেছে।'
- 'ওহ শিট, কেন, কিভাবে, আই অ্যাম সরি... আমি আসলে তোমাকে হার্ট করতে চাইনি...।' খুব উদ্বিগ্ন হয়ে উঠে ছেলেটি।
- 'না না থামো তেমন কিছুনা। না লিয়ন সত্যি সত্যি মারা যায়নি।'
- 'তাহলে..?'
- 'আসলে ও আমার সাথে আর যোগাযোগ করেনি।'
- 'কবেকার ঘটনা এটা?'
- 'মমম, আমি যখন নাইনে ছিলাম তখনকার...।'
- 'অনেকদিন!! এতদিন কি একদমই যোগাযোগ নেই?'
- 'নাহ, জানিনা।'
- 'ইশ, আই অ্যাম সো সরি...'
- ' ডোন্ট বি সরি, আমার সমস্যা নেই। এতদিন সহ্য করে আসছি। ভবিষ্যতেও পারবো।'
এভাবে ছোট ছোট কথা চলতে থাকে। ছেলেটি তাকে বলে লিয়নের ঠিকানা দিতে, বলে ওকে খুজেঁ বের করবে, জিজ্ঞেস করবে কেন এরকম করলো মেয়েটির সাথে। কিন্তু মেয়েটি সায় দেয়না। বারবার বলতে থাকে, 'হি উইল নট কাম এগেইন। আসলে এতদিনে আসতো।'
মেয়েটির জন্য ছেলেটির মনে অনেক কষ্ট হতে থাকে। মেয়েটি কষ্ট পাচ্ছে এটা ভাবলেই তার গলায় কিছু একটা আটকে আছে এমন অনুভুতি হতে থাকে। মেয়েটিকে ক্রমাগত শান্তনা দিতে থাকে।
রাত বেড়ে চলে, ঘড়ির কাঁটা এগিয়ে চলে। এক সময় মেয়েটি বলে ফোন রাখতে হবে। ফোন তো রাখতেই হবে। অনেক রাত হয়ে গেছে। ছেলেটির অনুরোধে পরের রাতেও কথা বলার প্রতিশ্রুতি দেয় মেয়েটি। বিদায় পর্ব শেষে ফোন রাখে ছেলেটি। ফোন রাখলে কি হবে, চোখে তার ঘুম আসেনা। বার বার মেয়েটির কথা মনে পড়ে। মেয়েটির দুঃখের কথা মনে পড়ে। যে করেই হোক মেয়েটির দূঃখ কমাতে হবে। মিশন হিসেবে নিয়ে নেয় সে। ভাবতে ভাবতে সারা রাত পার করে দেয় ছেলেটি। অপেক্ষা পরের রাতের...
....................................................................
...........................(...চলবে...)
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২০