সারাদিন কমলালেবু বিক্রি করি। সন্ধ্যেবেলায়
খেতে শুরু করি
এক ধরণের করোনাযুক্ত হালকা খাবার
রাষ্ট্রের সংগে কথাবার্তা শুরু করার আগে আমাকে
ঝুলিয়ে রাখতে হয় কয়েকটুকরো গুমখুন আর তথ্য সন্ত্রাসের দিগন্তরেখা,
অসংখ্য ধুপকাঠি পুড়ে যাচ্ছে প্রতিদিন
নতুন করে শিখে নিতে হচ্ছে প্রতিবাদ ও বিদ্রোহের কায়দাকানুন।
সারাদিন কমলালেবু বিক্রি করি। আর খাঁচাভর্তি ফ্যাসিস্ট আর সেক্যুলার
বাঁদরের সামনে দাঁড়িয়ে হি হি করে হাসি।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩২