
মোবাইল ফোনটা একটু আগে হারালাম ...মনটা অনেক খারাপ, প্রায় ৩ বছর আমার সাথে ছিলো ফোনটা, মনে পরে প্রায় ১৭০০০ টাকা দিয়ে কিনে ছিলাম ফোনটা, আমার মতো চাকুরিজীবীদের কাছে অনেক টাকা, এত দিন ফোন টা ব্যবহার করতে করতে , এটা শুধু ফোন ছিলো না, এটা আমার ঘড়ি, গান শোনার , ছবি তোলার, ভিডিও দেখার যন্ত্র ছিলো.
কত রাতএ ঘুম ভেঙ্গে গেলে, বিছানার পাশে হাত দিয়ে অনুভব করেছি ফোনটাকে, ফেসবুক এ মন্তব্য করা, স্টাটাস দেয়া, কত সময়ের সাথী ছিলো এটা, কে বলবে এটা শুধু ফোন? কত নাম্বার, ছবি, ভিডিও, হারিয়ে গেলো কত সহজেই,
বই মেলা থেকে বাসায় ফেরার জন্য , বাসের অপেক্ষাতে ছিলাম অনেকক্ষণ । তাই বাস আসার পর, তাড়াতাড়ি বাস এ উঠে , খেয়াল করলাম, আমার জিন্স এর বাম পকেট এ আর ফোনটা আর নেই....অনেক ক্ষণ চুপ করেছিলাম. বিশ্বাস করতে পারছিলাম না , আর ফোনটা অনুভব করবো না, আর শুনতে পারবো না মিষ্টি রিং টোন, আর কেপে উঠবেনা...
অনেকে হয়তো একটু বিরক্ত হচ্ছেন, সামান্য ফোন এর জন্য এত কথা ? কি করবো বলুন, আমি একটু একাকী মানুষ...ফোনটা ছিলো আমার দেহের একটা অঙ্গের মতো, বন্ধু এর মতো..
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১০ রাত ৯:২৩