যেকোন ক্লাস রুমে বিভিন্ন ক্যাটিগরির ছাত্র থাকে, সেটা ইডুকেশনের যেকোন লেভেলরই হোক না কেন ।
(যেহুতু আমি নিজে ছেলে মানুষ তাই শুধু ছাত্রদের ক্যাটিগরাইজ্ড করলাম)
১. পড়ুয়া : এরা পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না এবং বুঝতে চাইও না । ক্লাস মিস বা ফাঁকি দেওয়ার কথা এরা সপ্নেও চিন্তা করতে পারে না ।
২. নেতা : ইনারা ক্লাসের মাতাব্বর । ইনাদের ছাড়া যেকোন সম্মলিত কাজ বা প্রোগ্রাম প্রায় অসম্ভব । মাঝে মাঝে মাতাব্বরিটাও মাত্রাতিরিক্ত হয়ে যায় ।
৩. মেয়ে পাগল : ক্লাসের মেয়েদের প্রতি সজাগ দৃষ্টি রাখা এদের গুরুদায়িত্ব ।
৪. জোকার : এদের সংস্পর্সে সময়টা ভালই কাটে । এরা সবাইকে হাসিখুশি রেখে ক্লাস মাতিয়ে রাখে ।
৫. বাচাল : এদের বোলচালে ক্লাস অস্থির । এদের বিরাট বিরাট মামা-চাচা থাকে । এদের মতে, এদের চাকরি হবে নাতো কার হবে ।
৬. গায়ক : এরা প্রায়ই ক্লাসে চিপা গলায় গান গেয়ে ওঠে ।
৭. বাউলা : এদের চুল-দাড়িতেও অনুভূতি আছে, কাটলে হয়তো ব্যাথা লাগে । হোক না যত খুশি লম্বা তাতে আপনার কি! ।
৮. বেকবেঞ্চার : এরা ক্লাসে সবার পেছনে না বসলে টিচারের লেকচার বুঝতে পারে না ।
৯. বিটকাল : ক্লাসে গ্যাঞ্চাম বা ফ্রেন্ডদের না খোঁচাইলে এদের রাতে ঘুম আসে না । এদের অনেকেই আবার পড়াশোনাই খুব ভাল রেজাল্ট করে ।
১০. লাজুক : বলতেই লজ্জা লাগছে ।
১১. চুপচাপ : এরা কিভাবে যে এত সাইলেন্ট থাকে এরাই জানে । এরা নিতান্তই ভাল মানুষ,কয়েকজন আবার মিচকা শয়তান টাইপ হয় ।
১২. মেয়ে বিদ্বেসী : এরা মেয়েদের কাছ থেকে যতটা পারা যায় দুরে থাকার চেষ্টা করে ।
১৩. ধার্মিক : প্রায় সব ক্লাসেই এদের দেখা যায় । এরা দুনিয়া,আখিরাত উভয় দিকেই নজর রাখে ।
১৪. লেটকামার : এরা ক্লাসে নিয়মিত ভাবে দেরিতে আসে । এরা কখনই টিচারের আগে ক্লাসে ঢোকে না ।
১৫. গুন্ডা : ভিলেন না থাকলেতো কিছুই জমে না । ইনারা মারামারির মধ্যে আছেন (বিশেষ করে স্কুলে) । এরা জীবনে কত যে টিচারের মার খেয়েছে !!! ।
এছাড়াও আরো থাকতে পারে । একজন ছাত্রের মাঝে উপরের একাধিক গুণই! থাকতে পারে ।
একবার মনে করে দেখুন আপনি কোন ক্যাটিগরির ছাত্র বা কোন ক্যাটিগরির ছাত্র ছিলেন ।
ধন্যবাদ ।