
আঁধারের মধ্যে অস্তিত্ব টের পাই নিজের
দেখি কেমন ভয়ংকর ভূতুড়ে অন্ধকার
খেলা করছে আমার চারপাশে।
বিছানা হাতড়াই, অ্যালার্ম ঘড়িটায় আলো নেই
বহু কষ্টে হয়তো সময়টা বুঝি
ততক্ষনে কেটে যায় ঘুমঘোর, একটানা কোথাও
ঝিঁঝিঁর ডাক শুনি, অবাক আমাকে
প্রকৃতি বিছানা ছেড়ে নামায়।
পরিচিত ঘরটার বিন্যাস বুঝতেও হঠাৎ ভুল হয়।
আচমকা ঠোক্করের শব্দে চমকে উঠি, দরজা খুলে
আনমনে অন্ধকারটাকেই বুঝি মনে হয় মায়াবী।
অনুপস্থিতির রংটাই আমার মনটা রঙীন করে
বিশ্রীভাবে ভেঙ্গে যাওয়া ঘুমকে তখন আর জরুরি মনে হয়না
বরং অন্ধকারকেই জড়িয়ে ধরতে ইচ্ছে হয়
অন্ধকারই যেন আমার ঠিকানা।
>>>>>>>>>>>>>>
অবিন্যস্ত কথামালা...
Click This Link