মোবাইলে রিং হচ্ছে ( টিং টিং পিং পিং)))))))))))))))))))))))
হ্যালো স্লামালেকুম

হ্যালো আপনি কি শিমুল ?
হ্যা । কে বলছেন ?

কেমন আছেন ?
জ্বি ভালো । কে বলছেন প্লিজ

আমাকে চিনতে পারবেন না ।
চিনতে পারবো না কেনো ? পরিচয় দিন । পরিচয় দিলেই চিনতে পারবো

পরিচয় না দিলে কথা বলা যায় না ?

কি আশ্চর্য আপনি আমার উপর রেগে যাচ্ছেন কেনো ?


ভাব নেন না ? আপনি কি মেয়েদের সাথে কথা বলতে ভয় পান ? এমনি তো দেখি খুব জমিয়ে কথা বলতে পারেন। মেয়েদের কাছ থেকে সরেন ই না।

আপনি কে বলুনতো ? ( প্রবল বেগে মাথা চুলকানোর ইমো )
আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন ?
পেয়েছি কোথাও থেকে। বলতে পারবো না । আচ্ছা আপনি মেয়েদের সাথে এতো মিশেন কেনো ?
মানে ? মেয়েদের সাথে মিশি মানে ? আমি তো আমার ফ্রেন্ডদের সাথে খালি মিশি অন্য কোন মেয়েদের সাথে মিশি নাতো

কিন্তু আপনি কে ? কেনই বা এসব কথা বলছেন ?

আমি কে সেটা আপনাকে বলবো না ।
তাহলে কল করেছেন কেনো ?

এমনি , আমার ইচ্ছা । আপনার কোন সমস্যা ?
না সমস্যা নাই কিন্তু মানুষ এমনি এমনি তো কোন কাজ করে না তাই জিজ্ঞেস করছি।

দেখেন আপনি একটা ফালতু ধরনের ছেলে

জ্বি

আপনার সাথে কথা বলতে আর ইচ্ছে করছে না। আপনি একটা গাধা আর ফালতু মানুষ ।




জ্বি একদম রাইট

কিন্তু মেডাম আপনি কি কাচা মরিচ বেশি খান ?

পিক পিক পিক লাইন কেটে গেচে

কিন্তু বিষয়ডা কি কিছুইতো বুঝলাম না
