আজ পূর্ণিমা আকাশে রুপালি চাঁদ অকৃপণ ভাবে আলো ছড়িয়ে যাচ্ছে। দেখবেন নাকি একবার উকি মেরে? চলুন না কিছুক্ষনের জন্য বাইরে গিয়ে চাঁদের আলো গায়ে মেখে আসি। যারা গ্রামে আছেন তারা চলে যেতে পারেন পুকুর ঘাটে নিশ্চিত ভাল লাগবে। আর যারা শহরে আছেন তারা ছাদে গিয়ে দেখতে পারেন। বিবাহিত ব্লগার ভাইয়েরা ভাবিদের কে নিয়ে ছাদে অথবা বাইরে চলে যান আর উপভোগ করুন জোছনা মাখা কিছু রোমান্টিক মূহুর্ত। আর যারা অবিবাহিত আছেন কিন্তু গার্ল ফ্রেন্ড আছে তারা এক্ষুনি বাইরে গিয়ে কিছুক্ষন চাদের দিকে তাকিয়ে থাকুন তার পর আপনার প্রিয় মানুষটাকে কল দিয়ে বলুন তার মুখটা আকাশে দেখতে পাচ্ছেন। আর যারা আমার মত এখনো সিন্গেল আছেন তারা চাঁদ দেখে এসে আমার সাথে শেয়ার করতে পারেন কেমন লাগলো। আমি এই মাত্র নদীর পাড় থেকে ঘুরে আসলাম। কিছু ক্ষন পর আবার ছাদে যাবো। পূর্ণিমার জোছনা মনকে অনেক ভালো করে দেয় অনেক শান্তি দেয়। তো এখন সবাই যান একবার হলেও চাঁদ দেখে আসুন। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য থেকে নিজেকে বঞ্চিত করবেন না প্লিজ। সবাইকে জোছনা রাতের শুভেচ্ছা।ভাল থাকবেন সবাই।
আজ সন্ধ্যায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ শুনলাম। প্রায় ৩৫ মিনিটের এই বক্তৃতা অনেকের কাছে হয়তো ঘ্যানঘ্যানানি আর প্যানপ্যানানির মতো মনে হতে পারে, কিন্তু আমি একজন রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
ওসির নির্দেশ মতো ডিউটি অফিসার রাঘবেন্দ্র যাদব লাশ পরিদর্শনের সব ব্যবস্থা করে দিলেন। গাড়ির ড্রাইভার সহ তিনজন কনস্টেবল যথাস্থানে তৈরি ছিলেন। বেশি সময় অপেক্ষা করতে হয়নি ওনাদের।খানিক বাদেই... ...বাকিটুকু পড়ুন
জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন এক ঝাক তরুনদের রক্তের উপড় দাঁড়িয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একের পর এ জ্বালাময়ী কর্মসুচী দিচ্ছিল , তখন বিএনপির... ...বাকিটুকু পড়ুন
এক গর্দভ ইউটিউবার ৭১কে ২৪এর থেকে বড় বলতে গিয়ে আমাদের শিখায় যে ৭১ বড় কারণ সেটা ভারত পাকিস্তানের মধ্যে হয়ে ছিল। আর আপামর জনসাধারণ সেটায় অংশগ্রহণ করেনি। এই হলো যুক্তি... ...বাকিটুকু পড়ুন