আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত.........
আমি হেটে গেছি বিরান এ পথে........
আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প......
কড়া নেড়ে গেছি ভুল দরজায়.....
ছুয়ে কান্নার রং, ছুয়ে জোছনার ছায়া.......
আমি কাউকে বলিনি, সে নাম..........
কেউ জানেনা, না জানে আড়াল.......
জানে কান্নার রং, জানে জোছনার ছায়া.......
তবে এই হোক তীরে জাগুক প্লাবন.......
দিন হোক লাবণ্য হৃদয়ের শ্রাবন.......
তুমি কান্নার রং, তুমি জোছনার ছায়া.......
আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত.....
আমি হেটে গেছি, বিরান এ পথে......
আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প.....
কড়া নেড়ে গেছি, ভুল দরজায়........
ছুয়ে কান্নার রং, ছুয়ে জোছনার ছায়া.....
( সঞ্জীব চৌধুরী)
(পোস্ট টি ব্লগার টানজিমা ভাইকে উৎসর্গকৃত )
কেন জানি মনে হল টানজিমা ভাই্য়ের মনটা কিছুদিন ধরে খুব খারাপ। উনার মন তাড়াতাড়ি ভাল হয়ে যাক এই কামনা করি। ভাল থাকুন টানজিমা ভাই সব সময়।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ২:৩৯