১। হাসিনার পতনের সাথে সাথে কাপুরুষ ভারতেরও পরাজয় ঘটেছে জুলাই’২৪ বিপ্লবের মাধ্যমে । গঠিত হওয়ার কথা ছিল স্মরণকালের সবচেয়ে বড় গণরায়ে ইউনুস সরকারকে একটা বিপ্লবী সরকার এর রাষ্ট্রপতি হওয়ার মাধ্যমে একটা শক্তিশালী বিপ্লবী সরকার । রাষ্ট্র গঠণের শুরুতেই উচিৎ ছিল চুপ্পু সহ হাসিনার গৃহপালিত সামরিক-বেসামরিক আমলাদের , যতগুলো ভারতের দালাল মিডিয়া রাষ্ট্রদ্রোহীতার কাজে সহযোগীতা করে আসছিল গত ১৬ বছর এবং সেইসব বিচারপতিদের, যারা হসিনার হুকুমে বিচারের নামে তামাশা করেছিল, এ সকল প্রমাণিত রাষ্ট্রদ্রোহী গাদ্দারদের সবাইকে গ্রেফতার করা ।
কিন্তু এই কাজটি করতে দেয়নাই কারা ?
কেনই বা এই ভুল এখনো সংশোন করা হচ্ছে না এতসব প্রমাণ থাকার পরও ?
এটা করা হচ্ছে না বলেই কিন্তু গত ৮ মাসে এই সরকারকে হঠানোর জন্য যা কিছু হয়েছে , তার কিছুই ঘটানোর সাহস কেউ পেত না । যেমন দেখুন, কিভাবে ষড়যন্ত্রকারীদের সকল তথ্য প্রমাণ মিডিয়ায় ভাসছে !
১ । ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকলে ভারতের কোনই মংগল নেই ? এই কথা প্রকাশ্যে বলছে ভারতের মিডিয়া ? ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীর ব্যাপারে এই প্রকাশ্য নাক গলানোর অধিকার কে দিয়েছে ? সেই হকার সাংবাদিক এর কথা নাকি তাদের রাষ্ট্রের কথা নয়, মুখে বললেও, তাদের প্রচারের ধরণ কিন্তু তা প্রমাণ করে না । এর কোন ভিডিও লিংক এখানে দিতে চাই না । তাকে নিয়ে ট্রল যারা করে দেখতে পারেন ।
২। বাংলাদেশে হিন্দু নির্যাতন/ মন্দির ভাংগার গুজব প্রচারনা
https://www.youtube.com/watch?v=pHKAxMdGeng
৩। হিজবুত তাহরির খেলাফত প্রতিষ্ঠার কার্ড এবং এর যোগসূত্রে এনডিটিভিতে তুলশী গ্যাবার্ড এর বয়ান তৈরীর চেষ্টা
ক) https://www.youtube.com/watch?v=QqMGF5LtNA0
খ) https://www.youtube.com/watch?v=QqMGF5LtNA0
৪। আছিয়া ধর্ষণকে কেন্দ্র করে তৈরী সিনেমা-
https://x.com/SImdadul/status/1901787881158668347
কাপুরুষ নির্লজ্জ ভারতের সকল কার্ড ইতমধ্যে বাংলাদেশের জনগন তাৎক্ষণিকভাবে সারা বিশ্বে প্রচার দিয়ে ওভার ট্রাম্প করে দিয়েছে, ইন শা আল্লাহ্ । এর পর আর কি কি কার্ড খেলবে কাপুরুষ ভারত ? এনডিটিভির এই সাক্ষাৎকার নিয়ে ট্রাম্প প্রশাসনকে দিয়ে ইসলামোফোবিয়া কার্ড খেলবে ভারত ?
৫। Click This Link
কাপুরুষ ভারতকে বুঝিয়ে দিতে হবে, তোমাদের বাপ ট্রাম্প যদি ইসলামোফেবিয়া নিয়ে খেলতে চায়, তাহলে তা যেমন হবে হাস্যকর , তেমনি তার দেশের জনগন তাকে আবারো ল্যাংটা করে তার পাছায় লাথি মারবে প্রকাশ্যে, যেমন করে আগেও করেছিল তার পাগলামীর কারণে । কারণ ? কারণ এই ইসলামোফোবিয়া কার্ড এখন দুনিয়ায় কেউ আর খেলতে চাচ্ছে না, কেননা এই খেলায় আমেরিকা-ব্রিটেনের যে পরিমাণ ডলার গচ্চা গিয়েছে, তা আফগান থেকে পাত্তাড়ি গুটিয়ে তার খেসারত গুনছে আজও ।
ইসরাইলী সাফল্য ?
কাপুরুষ ভারত পেছন থেকে তাদের সাথে মিলে যা করেছে এবং এখনো করে যাচ্ছে, তাও ইতমধ্যে আমেরিকা, ব্রিটেন সহ সবাইকেই বেকায়দায় ফেলে দিয়েছে ।
উত্তরোণ ঘটাবা তুলশী ?
ঘটাও । আমরাও সজাগ আছি । তোমাদের মত কাপুরুষদের সকল ন্যারেটিভ আমরা নস্যাৎ করে দিব । এর পরে তোমরা লড়বে প্রকাশ্যে প্রকাশ্য ঘোষণা দিয়ে ? আমরাও তৈরী আছি শহীদ হওয়ার জন্য । হতে পারে, সেই শহীদি কাফেলার শেষ প্রান্তের গাজীরা ৮০০ বছরে যে উদার ভারত গড়ে তোমাদের সভ্যতার আলো দেখিয়েছিল, তোমাদের প্রজন্ম তাদেরকেই আবার বুকে টেনে নিবে । ইন শা আল্লাহ্ ! এটা ঘটবেই, লিখে রেখ মুর্খরা !!!
ইনকিলাব জিন্দাবাদ ।