আমি কি ভুলিতে পারি....... ????
ভাবছেন মাথা খারাপ তাই না।
আমার ফিরে আসা আবার এই ফেব্রুয়ারী মাসে। কেন ব্যানড হয়েছিলাম আজও জানতে পারিনি। কুরআনে জিহাদের নামে মানুষ খুন করতে বলা হয়নি এর ব্যাখ্যা করে শেষ পোষ্ট করে ছিলাম।
দেশের বাইরে আছি অনেক দিন হল। দেশটাকে আর আপন মনে হয় না জানেন। ভেবেছিলাম, বাংলা মা আমার , আমার মা হয়েই থাকবে কিন্তু পরবর্তিতে মনে হল মায়ের বিয়ে হবে বুঝি ভারতের সাথে কিন্তু তাও হল না। ভারত বিয়ে না করেই বাংলা মা কে ব্যবহার করার অনুমতি পেয়ে গেছে। যাকে এমনিতেই ব্যবহার করা যায় তাকে যে কেও বিয়ে করেনা এটা ভালোই বুঝি । আমার মা'র কান্না আমি শুনতে পাই এতদূর থেকেই কিন্তু কোন অজানা কারনে মার কাছে থেকেও আপনারা কেন শুনতে পান না আজও বুঝতে পারিনি।
যাই হোক আমার প্রথম প্রশ্ন হল, ২১ শে ফেব্রুয়ারী আর ২৫ শে ফেব্রুয়ারী কোন দিনটা বেশি শোকের ?
বাংলার শুরুটা সেই ফেব্রুয়ারী থেকেই আর শেষটাও এই ফেব্রুয়ারী।
ভেবে দেখুন তো !!!
আরেকটা প্রশ্ন হল, ১৯৭১ সালে নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ গুলো কবে স্বধীনতা পাবে বলতে পারেন ?
***একটা সাহায্য চাই, ২৫ শে ফেব্রুয়ারী থেকে আজ পর্যন্ত কত জন সেনা আর বিডিআর নিহত হয়েছে কেও কি তথ্যটা দিতে পারবেন ?
ইমেইল : [email protected]
---------------
হায়দার হুসাইনের গানটা
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
আজও কানে বাজে সেই কথাগুলো
কে জানে যে হবে শেষ কথা
আজও কানে ভাসে সেই কথাগুলো
কে জানে যে হবে শেষ কথা
নিয়তির ডাকে দিলি যে সাড়া
ফেলে গেলি শুধু নীরবতা
যার চলে যায় সেই বোঝে যে হায়
বিচ্ছেদে কি যন্ত্রণা
যার চলে যায় সেই বোঝে যে হায়
বিচ্ছেদে কি যন্ত্রণা
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন
কি দিয়ে দেব সান্ত্বনা
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
বিধাতা তোমারে ডাকি বারেবারে
কর তুমি মোরে মার্জনা
বিধাতা তোমারে ডাকি বারেবারে
কর তুমি মোরে মার্জনা
দুঃখ সইতে দাও গো শক্তি
তোমারি সকাশে প্রার্থনা
চাহিনা সহিতে আমার মাটিতে
মজলুমেরই আর্তনাদ
চাহিনা সহিতে আমার মাটিতে
মজলুমেরই আর্তনাদ
বিষাদ অনলে পুড়ে বারেবারে
লুণ্ঠিত হবে স্বপ্নসাধ
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
যারা দেশের শত্রু তারাই রাজাকার, নব্যরাজাকারদের বিচারও কি আরও ৩০ বছর পড় চাইবেন নাকি এখনি???
না চাইলে অপেক্ষা করতে থাকেন, তবে সেনা হত্যা, ত্রাণচুরি, বাজেট এর নামে শুল্ক ফাকি, টিপাইমুখি, এশিয়ান হাই ওয়ে, বিদেশে অর্থ পাচার, রাজনইতিক হত্যা, দেশের সাথে প্রতারণা এমন অনেক কারণেই একদিন এই আওয়ামী, বিএনপি এর বিচার আপনারা চাইবেন কিন্তু আরও ৩০ বছর লাগবে এই আর কি।
৭ কোটি মানুষের সাথে প্রতরণার থেকে ১৬ কোটি মানুষের সাথে প্রতারনা বেশী অন্যায় মনে করি। তাই ৩০ লাখ হ্ত্যার থেকে ১৫ কোটি মানুষকে জিবন্ত লাশ বানায় রাখা কি কম অন্যায়?
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৫৩