সাবাস সরকার, সাবাস।
আপ্নাদের কি মনে হয় এই ক্ষত তাদের মন থেকে কখনো মুছে যাবে?
সারাটা জীবন তারা এই মানসিক ট্রমা বয়ে বেড়াবে। আপনার এবং আপনার বংশধরদের মুখে থুতু দিয়ে যাবে।
ছিঃ ছিঃ, কিছু টাকা পকেটে ভরার জন্য এভাবে মারেছেন?
দেশের মানুষের কাছ থেকে এতো এতো ট্যাক্স নেন, তো দেশের মানুষের জীবন মানের কী উন্নয়ন করছেন আপনারা? পানি নেই, বিদ্যুত নেই।
ঋণখেলাফীরা হাজার হাজার কোটি টাকা মারছে। সে টাকা আদায় করতে পারেন না। শাহ আলমের মত ব্যাবসায়ীদের হুমকীতে চুপসে যান। বিদ্যুত দিতে পারেন না। সীমান্তের মানুষগুলার নিরাপত্তা দিতে পারেন না। দ্রব্য মূল্য কমাতে পারেন না। নিজের পোষা কুকুর ছাত্রলীগকে সাম্লাতে পারেন না। মুরগীর আত্মা নিয়ে সরকার চালান। বাহঃ বাহঃ
আর এখন সব ঝাল মেটাচ্ছেন এসব নীরিহ ছাত্রদের উপর?
চমৎকার চালিয়ে যান।
তবে মনে রাখবেন পাব্লিক ক্ষেপ্লে কিন্তু খবর আছে।

আর ঐসব ছেলে পেলেরা কিন্তু রাস্তা ঘাটের টোকাই না।
