আসুন আগে ইনাদের সম্পর্কে কিছু কথা জেনে নেই !
* দলবদ্ধ ভাবে ইনাদের রাস্তায় দেখলে বা ইনাদের মধ্যে কাউকে উশৃংখল আচরণ করতে দেখলে আপনি হয়তো উল্টোদিকে হাঁটা বা দৌড় দেওয়ার চিন্তা করিয়া থাকেন ।


* উনাকে/ইনাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় আপনি হয়ত একটু হলেও আতংক অনুভব করেন।


*রাস্তাঘাটে চলতে ফিরতে আপনি প্রায়ই উনাদের দেখা সাক্ষাৎ পান ।


*উনারা আপনার সাথে কিঞ্চিৎ সখ্যতা গড়ে তোলার জন্য আপনার দিকে এগিয়ে আসলে আপনার আত্মারাম খাঁচাচাড়া হওয়ার যোগাড় হয় এবং একদৌড়ে পগাড়পাড় হওয়ার চিন্তা আপনার মনে উঁকি দেয় কিন্তু আপনি দৌড় দিতেও ভয় পান ।


*ইনার নামে আপনারা অনেকেই আপনার অপছন্দের কাউকে গালি দিয়ে থাকেন ।


* একটু রাত্রে রাস্তায় বের হলেই দলবল সহ উনাদের দেখতে পাওয়া যায় ।


* কখনও কখনও হয়তবা রাস্তাঘাটেই ইনাদের আদিম কামবাসনায় লিপ্ত হওয়াটা আপনাকে কিঞ্চিত বিব্রত করে ।


* ছোটকালে বা বড়কালে কখনো আপনি ইনাদের দৌড়ানি খাইলেও খাইয়া থাকতে পারেন ।


* আপনার আশেপাশে ইনাদের উপস্থিতি আপনার মনে কিঞ্চিৎ অস্বস্তি তৈরি করেই ।


* ছোটবেলা ইনাদের মধ্যে পুরোপুরি সাদা বা কালো কাউকে দেখলে আপনি জ্বীন বা ভূত ভাবিয়া হয়ত ভয় পাইতেন ।


*একটা বিশেষ মাসে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তারপরও উনার কামড় খেলে গর্ভবতী হয়ে যাবেন ছোটবেলায় হয়ত আপনি এ ধারনা পোষন করতেন ।


* ইনাদের চেহারা দেখলেই আপনার ১৪ টা বড় বড় ইনজেকশনের ছবি মনে পড়ে যেতে দেরি হয় না ।


ইনারা হচ্ছেন বাংলাদেশের রাস্তাঘাটের আপনার আমার অত্যন্ত পরিচিত প্রাণী নেড়ি কুকুর । আসুন ইনাদের কিছু ছবি দেখা যাক ।








এই পোষ্টটি নিছক ফান করার উদ্দেশ্যে দেয়া । পোষ্টটি পড়ে যদি কারও মনে হয় তিনি অযথা সময় নষ্ট করেছেন , পোষ্টের লেখক আন্তরিকভাবে দু:খিত ।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৩