কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার ২ বের হওয়ার পর সামুতে এই পোস্টটা দিয়েছিলাম- Click This Link । বাংলা ভাষা আর বাংলাদেশের পতাকা ছিল গেমটায়, তাতেই খুশি দেখে কে!!
এইবার তার চেয়েও বড় ব্যাপার! সদ্য মুক্তি পাওয়া স্প্লিন্টার সেল ব্ল্যাকলিস্টের আস্ত একটা মিশন আছে চট্টগ্রামে!! শুধু তাই না, বন্দর নগরীকে যতোটা নিখুঁতভাবে পোট্রে করা হয়েছে, বাংলাদেশের কোনো জায়গার ক্ষেত্রে তা হয়নি! মিউজিক, আবহ, পরিবেশ- সবখানেই বাঙালীয়ানা উপস্থিত! যদিও এই পরিবেশে রোবোটিক স্যুট পরা স্যাম ফিশারকে বেমানানই লাগে
চট্টগ্রামের মিশনের ভিডিও- Click This Link
নন-গেমারদের জন্য জানায় রাখি, স্প্লিন্টার সেল সিরিজ হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্টিল্থ অ্যাকশন গেম। কোটি কোটি গেমার এই সিরিজের প্রতিটা গেমের জন্য অধীর আগ্রহে বসে থাকে।
মূলধারার জনপ্রিয় গেমগুলোর মধ্যে এটাতেই প্রথম বাংলাদেশকে পরিপূর্ণভাবে রিপ্রেজেন্ট করা হলো।
এর আগে সনি'র সোকোম সিরিজের একটা গেমেও চট্টগ্রাম ছিল, কিন্তু সেটায় নেগেটিভভাবে তুলে ধরায় সরকার সনির কাছে প্রতিবাদও পাঠিয়েছিল।
জয়তু ইউবিসফট। আজকেই ব্ল্যাকলিস্ট শুরু করতেছি
পুনশ্চঃ নতুন গ্রাফিক্স কার্ড আর পিএসইউ কিনতে যাইতেছি আইজকা। টার্গেট জিটিএক্স ৭৭০। আইসা পুস্টামু। দোয়া রাইখেন