
আমাদের দেশে এত এত সুন্দর পাশের হার রেখে যদি কয়েকবারে ফেল করে, প্রাইভেট সেক্টরে পাশের কাউকে শিহ্মার উচু আসনে নিয়োগ দেয়া হয়, তাদের কাছে ভবিষ্যৎ প্রজন্ম কি আশা করবে আর কিই বা জ্ঞ্যান অর্জন করবে যার কাছেই আছে শুধু শুন্য ।
এটা সবারই জানা, আমাদের দেশে অনেক ছেলে মেয়ে আছে যারা জ্ঞ্যানের পাহাড় তাদের দেখলে পা ছুয়ে ছালাম করতে ইচ্ছা জাগে, তারা জাতির ভবিষ্যৎ দেশের শিহ্মা ব্যবস্হাকে অনেক আগে নিতে পারবে তাদের প্রতি অবজ্ঞা না করতে অনুরোধ করছি সবার কাছে ।
এমনিতেই আমাদের দেশের শিহ্মার মান অনেক নিন্ম মানের তার উপর যদি রাজনীতি বিদদের ছোয়া লাগে আরও অনেক ধ্বংস নেমে আসবে,
Click This Link
অনুরোধ রইলো জাতীয় সংসদে একটা আইন পাশ করা হোক কম পহ্মে যাদের ডিগ্রী আছে তারাই কেবল জাতীয় সংসদের নির্বাচন করতে পারবে ,তা হলে বিদেশ গিয়েও দু চারটি কথা বলতে পারবে,
পুরনো সেই গ্রামের ছাত্রের মত ইয়েচ নো ভেরি গুট বলেই হ্ম্যান্ত হবে না ।
সরি মুহিত সাহেব আপনার কথাটিই রিপ্লে করেছি মাত্র ।